রাতভর কাঁপল হাইওয়ে! ডিভাইডারে ধাক্কা মারতেই LPG ট্রাকে আগুন, পরপর বিস্ফোরণের বীভৎস দৃশ্য!

রাজস্থানের জয়পুরের আজমেঢ় হাইওয়েতে গতকাল রাতে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে গেল। এলপিজি (LPG) সিলিন্ডার বোঝাই একটি চলন্ত ট্রাকে প্রথমে আগুন লাগে, এরপর শুরু হয় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারার পরই তাতে আগুন ধরে যায়।

বিস্ফোরণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রাকের চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরপর সিলিন্ডার বিস্ফোরণের কারণে রাতভর হাইওয়েতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের খবর এখনও স্পষ্ট নয়।

হিমাচলে মর্মান্তিক ধস: বাসের উপর পাহাড় ভেঙে ১৫ জনের মৃত্যু
অন্যদিকে, প্রাকৃতিক বিপর্যয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল হিমাচল প্রদেশে। ঝন্ডুনা বিধানসভা এলাকার বিলাসপুর জেলায় পথ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় একটি পাহাড়ের বড় অংশ বাসের উপর ভেঙে পড়ে। এই সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। ধসের নিচে আরও বেশ কয়েকজন চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করা হয়েছে।