আমেরিকার শুল্কের মাঝেই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত! পুতিনের জন্মদিনে ফোন করে কী বললেন প্রধানমন্ত্রী?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানান, প্রেসিডেন্ট পুতিনকে তিনি ফোন করে জন্মদিনের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
মোদি এবং পুতিন বারবার একে অপরকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিনও।
কৌশলগত অংশীদারি নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ফোনালাপে দুই রাষ্ট্রনেতা ভারত-রাশিয়া বিশেষ সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি নিয়েছেন। এছাড়া দুই দেশের মধ্যে কৌশলী অংশীদারির সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী মোদি লেখেন,
“আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছি। তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর কামনা করেছি। বিগত কয়েক বছর ধরে তিনি ব্যক্তিগতভাবে ভারত-রাশিয়া সম্পর্ককে আরও গভীর করে তুলতে যে দায়বদ্ধতা দেখিয়েছেন, তার জন্য তাঁর ভূয়সি প্রশংসা করছি।”
চলতি বছরের আগস্ট মাস থেকে এই নিয়ে দুই রাষ্ট্রনেতা মোট চারবার ফোনে কথা বললেন। রাশিয়া থেকে তেল কেনার কারণে আমেরিকা যখন ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে, সেই আবহে রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠল।
ডিসেম্বরে ভারতে আসছেন পুতিন
চলতি বছরের শেষে, ৫ ডিসেম্বর ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট পুতিনের ভারতে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি তাঁকে অভ্যর্থনা জানাতে মুখিয়ে আছেন। এই সম্মেলনেই ভারত-রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে। প্রেসিডেন্টের সফরের আগে আগামী মাসেই ভারতে আসবেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি বারবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর পক্ষে সওয়াল করেছেন। কিছুদিন আগে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিন স্বয়ং ফোন করে প্রধানমন্ত্রী মোদিকে জানিয়েছিলেন।