হাওড়ায় সোনা জিতল উপকূলের ছেলে! রাজ্য স্কুল গেমসে পূর্ব মেদিনীপুরের ১৩ ছাত্র-ছাত্রীর তাক লাগানো সাফল্য

পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকা দিঘা, রামনগর থেকে কাঁথি— এই অঞ্চল শুধু পর্যটনের জন্যই নয়, বরং ক্রীড়া জগতেও বারবার সুনাম অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় আবারও সাফল্যের দৃষ্টান্ত গড়ল রামনগরের ছাত্রছাত্রীরা। পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস কর্তৃক আয়োজিত ৬৯’তম রাজ্য স্কুল গেমসে জেলার ১৩ জন ছাত্রছাত্রী অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা জেলার গর্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
হাওড়ার সাঁতরাগাছিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার মোট ১৭ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল, যাদের মধ্যে বেশিরভাগই রামনগরের।
রামনগরের অভিরূপের স্বর্ণজয়
জেলার মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম রামনগরের অভিরূপ আচার্য।
সাফল্য: সে রাজ্য স্কুল গেমসের জুডো বিভাগে অনূর্ধ্ব-১৭ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক জয় করেছে।
প্রতিক্রিয়া: অভিরূপের এই জয়ে গর্বিত রামনগর-সহ জেলাবাসী। তার সাফল্য প্রমাণ করল যে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরাও যথাযথ সুযোগ পেলে নিজেদের সুপ্ত প্রতিভার প্রমাণ দিতে পারে।
অন্যদিকে, অনূর্ধ্ব-১৪ বিভাগের জুডো প্রতিযোগিতায় তৃপ্তি রায় তৃতীয় স্থান অধিকার করেছে। তৃপ্তির পরিবারের সদস্যদের কথায়, সে নিয়মিত কঠোর অনুশীলন করে এবং ভবিষ্যতে জাতীয় স্তরে পদক জেতাই তার লক্ষ্য।
উপকূলীয় এলাকায় খুশির হাওয়া
এই ছাত্রছাত্রীদের সাফল্য পূর্ব মেদিনীপুর জেলার ক্রীড়া বিভাগের মুকুটে নতুন পালক যোগ করেছে। জেলা ক্রীড়া দফতর থেকে শুরু করে স্থানীয় স্কুল কর্তৃপক্ষ পর্যন্ত সবাই তাদের উৎসাহ ও অভিনন্দন জানিয়েছেন।
শিক্ষক-অভিভাবকদের মতে, গ্রামের ছেলেমেয়েরা যদি সঠিক প্রশিক্ষণ ও পরিকাঠামো পায়, তবে ভবিষ্যতে আরও অনেক বড় সাফল্য নিয়ে ফিরবে। অভিরূপ ও তৃপ্তির মতো তরুণ প্রতিভারাই আগামী দিনে রাজ্যের ক্রীড়াজগতের মুখ হয়ে উঠবে, এমনটাই আশা এখন গোটা জেলার। রামনগরের এই সাফল্যে এখন উপকূলীয় এলাকায় খুশির হাওয়া।