খগেন মুর্মুর ইনজুরি ‘সিরিয়াস’! ফ্যাকচার হয়েছে সংবেদনশীল হাড়ে, দিল্লি এইমসে নিয়ে যাওয়ার চিন্তা, শুভেন্দু

উত্তরবঙ্গে হামলার ঘটনায় রক্তাক্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং আক্রান্ত বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আক্রান্তদের শারীরিক অবস্থা খতিয়ে দেখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, এদিন সকালে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে গিয়েছিলেন।
খগেন মুর্মুর ইনজুরি ‘সিরিয়াস’
আক্রান্ত সহকর্মীদের দেখে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন যে খগেন মুর্মুর ইনজুরি অত্যন্ত সিরিয়াস। তিনি জানান, আজ সাংসদের এমআরআই এবং স্ক্যান হয়েছে, তাতে সংবেদনশীল হাড়ে বাজেভাবে ফ্যাকচার ধরা পড়েছে।
শুভেন্দু বলেন, “আমি মেডিক্যাল বোর্ডের সঙ্গে মিটিং করলাম। আমরা বাড়ির লোকের মত নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে উনি চার সপ্তাহ এখানে আন্ডার ট্রিটমেন্ট থাকবেন। এরপরে ডাক্তারবাবুরা যদি মনে করেন, তবে আমরা বেটার ট্রিটমেন্টের জন্য দিল্লি এইমসে নিয়ে যাব।” তিনি আরও জানান, সাংসদের দ্রুত আরোগ্যের জন্য ভিজিটর রেস্ট্রিকশন করতে বলা হয়েছে।
অন্যদিকে, বিধায়ক শঙ্কর ঘোষের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এবং তাঁকে আরও এক মাস বিশ্রাম নিতে হবে বলে জানান শুভেন্দু।
‘মুখ্যমন্ত্রীর কোনও মানবিকতা নেই’
হাসপাতালে মুখ্যমন্ত্রীর আগমন নিয়েও শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, একজন বিজেপি সাংসদ এবং বিধায়ক আক্রান্ত হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও মানবিকতা দেখাননি।
শুভেন্দু বলেন, “দুঃখের সঙ্গে বলি, এখনও পর্যন্ত কোনও গ্রেফতার হয়নি। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে কোনও মানবিকতা নেই, তা অনেক আগে প্রমাণিত হয়েছে।”
সবচেয়ে বড় অভিযোগের তীর ছিল মুখ্যমন্ত্রীর ভেদাভেদমূলক আচরণের দিকে। শুভেন্দু দাবি করেন, “উনি (মুখ্যমন্ত্রী) হাসপাতালে খগেন মুর্মুর সঙ্গে মিট করেছেন, কিন্তু শঙ্কর ঘোষকে ইগনোর করেছেন। মিট করতে গিয়ে তিনি যে কথাগুলি বলেছেন, তা অত্যন্ত মর্মান্তিক ও অমানবিক।”
তিনি আরও জানান, যদিও তাঁদের সমর্থকরা মুখ্যমন্ত্রীর সফরের সময় বিক্ষোভ দেখানোর মুডে ছিলেন, কিন্তু বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না বলে তাঁরা শিষ্টাচার বজায় রেখেছেন। তবে মুখ্যমন্ত্রীর এই আচরণ নিয়ে তিনি কড়া সমালোচনা করেন।