চণ্ডীগড়ের বাংলোয় গুলির শব্দ! সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হরিয়ানার শীর্ষ পুলিশ কর্তা

ফের শিরোনামে উঠে এল পুলিশের অভ্যন্তরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার নিজের বাড়িতেই সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন হরিয়ানার শীর্ষ পুলিশকর্তা। চণ্ডীগড়ের সেক্টর ১১-তে অবস্থিত এই পুলিশকর্তার বাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নিহত পুলিশকর্তা হলেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ADGP) ওয়াই পুরন কুমার।
স্ত্রী ছিলেন জাপান সফরে
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১টা বেজে ৩০ মিনিট নাগাদ সেক্টর ১১ থানা এলাকায় গুলি চালানোর খবর পায় পুলিশ। তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী ওয়াই পুরন কুমারের বাড়িতে পৌঁছয় এবং তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ঘটনাস্থলে পৌঁছন চণ্ডীগড়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কানওয়ারদীপ কৌর। পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না ওয়াই পুরন কুমারের স্ত্রী, আইএএস আধিকারিক অমনিত পি কুমার। বর্তমানে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির নেতৃত্বে রাজ্য প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি জাপান সফরে রয়েছেন। বুধবার তাঁর দেশে ফেরার কথা।
কারণ রহস্যে, চলছে তদন্ত
কী কারণে হরিয়ানার শীর্ষ পুলিশকর্তা এমন চরম পথ বেছে নিলেন, সেই সুস্পষ্ট কারণ এখনও জানা যায়নি। ইতিমধ্যেই সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (CFSL) টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং কোনও সুইসাইড নোট রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
দেশের বিভিন্ন প্রান্তে পুলিশ কর্মীদের এমন আত্মহত্যার ঘটনা এর আগেও ঘটেছে। গত বছর জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের উধমপুরে এক হেড কনস্টেবল সহকর্মীকে গুলি করে খুন করার পর নিজে আত্মঘাতী হয়েছিলেন। কিন্তু এবার হরিয়ানার একজন শীর্ষ পুলিশকর্তার এমন মর্মান্তিক ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই চাঞ্চল্যকর ঘটনার জোরকদমে তদন্ত শুরু করেছে।