নৈশভোজে টিম ইন্ডিয়া! দ্বিতীয় টেস্টের আগে ক্রিকেটারদের জন্য গম্ভীরের বিলাসবহুল ‘দিল্লি ডিনার’

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র আড়াই দিনে এক ইনিংস এবং ১৪০ রানে উড়িয়ে দেওয়ার পর এখন বাড়তি ছুটি উপভোগ করছেন ভারতীয় ক্রিকেটাররা। এই অবসর সময়কে কাজে লাগিয়েই এবার দলের ক্রিকেটারদের আরও কাছাকাছি আনতে এক অভিনব উদ্যোগ নিলেন হেড কোচ গৌতম গম্ভীর। আগামী ১০ অক্টোবর নয়াদিল্লিতে সিরিজের নির্ণায়ক টেস্ট শুরুর আগে নিজ বাসভবনে দলের ক্রিকেটারদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন গম্ভীর।
সংবাদসংস্থা এএনআই’য়ের রিপোর্ট অনুযায়ী, বুধবার নয়াদিল্লির পুরনো রাজিন্দর নগরের বিলাবহুল বাংলোয় শুভমন গিল অ্যান্ড কোম্পানিকে এই বিশেষ ডিনারের জন্য ডেকেছেন ভারতীয় দলের কোচ।
খোলা আকাশের নিচে বিশেষ আয়োজন
জানা যাচ্ছে, আবহাওয়া অনুকূল থাকলে বাংলোর বাগানে খোলা আকাশের নীচেই দলের ক্রিকেটারদের নৈশভোজের বন্দোবস্ত করবেন গম্ভীর। সিরিজের মাঝে দলের ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া এবং টিম বন্ডিং বাড়ানোর জন্য হেড কোচের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
প্রথম টেস্টে দলের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। ওপেনার কেএল রাহুল (১০০), উইকেটরক্ষক ধ্রুব জুরেল (১২৫) এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (১০৪)*— তিনজনের শতরানের সুবাদে ভারত প্রথম ইনিংসে ৪৪৮ রান তুলেছিল। এরপর বল হাতে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস ১৪৬ রানে গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রবীন্দ্র জাদেজা (৪ উইকেট) এবং মহম্মদ সিরাজ (৩ উইকেট)। ম্যাচ ও সিরিজের সেরা হন জাদেজা।
ইংল্যান্ড সফরের পুরস্কার?
হেড কোচ হিসেবে গতবছর দায়িত্বগ্রহণের পর গম্ভীর এই প্রথম তাঁর ক্রিকেটারদের নিয়ে বাসভবনে নৈশভোজের আয়োজন করলেন। সম্প্রতি তাঁর প্রশিক্ষণে ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তবে এই নৈশভোজকে অনেকে ইংল্যান্ড সফরের সাফল্যের পুরস্কার হিসেবে দেখছেন।
রোহিত শর্মা-বিরাট কোহলিদের অবসরের পর নতুন অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ড্র করে ফিরেছিল ভারত। দেশের ক্রিকেট অনুরাগীরা যখন সিরিজ নিয়ে শঙ্কিত ছিলেন, তখন গিলের তরুণ ব্রিগেড বিলেতে ভালো ফল করে। সেই দলের অধিকাংশ ক্রিকেটারই এখন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলছেন। তাই সিরিজ জয়ের আগে দলের মনোবল চাঙ্গা করতে গম্ভীরের এই ডিনার পার্টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছে ক্রিকেট মহল।