হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে দেশি অ্যাপ ‘আরাটটাই’! শুরুতেই ২ গোল, এমন ফিচার আনল যা এখনও নেই হোয়াটসঅ্যাপেও

হোয়াটসঅ্যাপের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে এবার আসরে নামল সম্পূর্ণ ‘মেড-ইন-ইন্ডিয়া’ মেসেজিং অ্যাপ ‘আরাটটাই’ (Arattai)। Zoho সংস্থার তৈরি এই অ্যাপটি শুরুতেই এমন একটি বিশেষ ফিচার এনেছে, যা এখনও হোয়াটসঅ্যাপেও নেই। আর তা হলো অ্যান্ড্রয়েড টিভি ভার্সন। অর্থাৎ, এখন আপনি শুধু স্মার্টফোন নয়, টিভির বড় পর্দাতেও স্বচ্ছন্দে চ্যাট করতে পারবেন।
এই নতুন ফিচারের কারণেই অ্যাপ স্টোরে একধাক্কায় অনেকটাই উপরের দিকে উঠে এসেছিল আরাটটাই। হোয়াটসঅ্যাপের মতোই এই অ্যাপটি টেক্সটিং, কলিং এবং ফাইল শেয়ারিংয়ের সুবিধাও দেয়।
কম ইন্টারনেট স্পিডেও চলবে সহজে
আরাটটাই অ্যাপের আসল লক্ষ্য কিন্তু অন্য। Zoho-র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বুর মস্তিষ্কপ্রসূত এই অ্যাপটি মূলত দেশের সেই সব মানুষের কাছে পৌঁছাতে চায়, যাদের কাছে দামি স্মার্টফোন বা হাই স্পিড ইন্টারনেট নেই।
কেন আরাটটাই হোয়াটসঅ্যাপের থেকে আলাদা?
কম ইন্টারনেট ব্যবহার: এই অ্যাপটি খুব কম ইন্টারনেট ডেটা ব্যবহার করে। ফলে যেখানে হাইস্পিড ইন্টারনেট নেই, হয়তো শুধুই ২জি নেটওয়ার্ক আসে, সেই দুর্বল নেটওয়ার্কেও এই অ্যাপ দিয়ে স্বচ্ছন্দে কাজ চালিয়ে নেওয়া যাবে।
কম দামি ফোনে দ্রুততা: অ্যাপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি সাধারণ বা কম দামি স্মার্টফোনেও দ্রুত কাজ করে।
শ্রীধর ভেম্বুর মতে, ভারতে ডিজিটাল বৈষম্য এখনও একটি বড় সমস্যা। বহু মানুষ ধীর গতির ইন্টারনেটের কারণে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো ভারী অ্যাপ ব্যবহার করতে পারেন না। আরাটটাই সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করছে। ভারতের গ্রামীণ ও মফস্বল এলাকায় এই ধরনের ‘লাইটওয়েট’ অ্যাপের চাহিদা ক্রমশ বাড়ছে। এখন দেখার, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অ্যাপ বিশ্বসেরা প্ল্যাটফর্মগুলোকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে।