দুর্গাপূজাকেও হার মানায়! আলোর বাহারে পাঁচ দিন ধরে লক্ষ্মীপুজোর ধুম পুরুলিয়ার এই গ্রামে, ভিড় উপচে পড়ল প্রথম দিনেই

পুরুলিয়া জেলার কাশীপুরের কল্লোলী গ্রামের কোজাগরী লক্ষ্মীপুজো এবারও নজর কেড়েছে দর্শনার্থীদের। পুজোর প্রথম দিনেই রেকর্ড সংখ্যক মানুষের ভিড় উপচে পড়ল পুজো মণ্ডপে। এই লক্ষ্মীপুজোই গ্রামের প্রধান উৎসব, যার জৌলুস ও ব্যাপ্তি দুর্গাপূজা ও কালীপূজার চেয়েও অনেক বেশি।

পাঁচ দিনব্যাপী এই উৎসবকে ঘিরে গোটা গ্রাম যেন উৎসবের রঙে রাঙিয়ে ওঠে। এই সময় বাড়ি বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন ঘটে। বিশেষ করে বিবাহিত মেয়েরা শ্বশুরবাড়ি থেকে ফিরে আসেন বাপের বাড়িতে। এই পুজো কেবল দেবী আরাধনা নয়, এটি সম্পর্ক, স্মৃতি এবং আবেগের মিলন উৎসবও বটে।

১০ বছরের বিশেষ উদযাপন
কল্লোলী গ্রামের এই লক্ষ্মীপুজো এবার ১০ বছরে পদার্পণ করল। ‘কল্লোলী লক্ষ্মীপুজো কমিটি’র উদ্যোগে আয়োজিত এই পুজোর বাজেট এবার প্রায় ২ লক্ষ টাকা।

প্রতিবারের মতোই এবছরও:

মণ্ডপ ও প্রতিমা: পুজো মণ্ডপ এবং প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে।

আলোকসজ্জা ও থিম: বিশেষ করে আলোর বাহার এবং থিম ভিত্তিক সাজসজ্জা গোটা উৎসবে আলাদা মাত্রা এনে দিয়েছে।

কল্লোলী গ্রামের এই কোজাগরী লক্ষ্মীপুজো এখন শুধু একটি গ্রামের উৎসব নয়, এটি হয়ে উঠেছে পুরো কাশীপুর এলাকার এক অন্যতম আকর্ষণ। যেখানে ধর্ম আর সংস্কৃতির পাশাপাশি হৃদয়ের টানেও মানুষ প্রতি বছর ছুটে আসেন।