খগেনের চোখের নীচের হাড়ে ফাটল, X Ray প্লেট দেখালো বিজেপি, কী অবস্থা সাংসদের?

উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা নাগরাকাটার বামনডাঙা সরেজমিনে খতিয়ে দেখতে এবং দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করতে গিয়ে সোমবার নৃশংস হামলার শিকার হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গেই এলাকায় পৌঁছেছিলেন তিনি। অভিযোগ, স্থানীয় কিছু দুষ্কৃতী, যাদের ‘দিদির সৈনিক’ বলে দাবি করা হচ্ছে, তারা তাঁদের গাড়ি লক্ষ্য করে পাথর ও ইট ছোড়ে। এই হামলায় রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন খগেন মুর্মু।

আহত সাংসদ খগেন মুর্মু বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন রয়েছেন। শঙ্কর ঘোষের করা ফেসবুক লাইভে দেখা যায়, গাড়ির মধ্যে তিনি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন এবং তাঁর চোখের নিচ থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। রক্তে তাঁর পাঞ্জাবি ভিজে যায়। হামলায় তাঁদের গাড়ির কাচও ভেঙে যায়।

হাসপাতাল সূত্রে খবর, এই হামলায় তাঁর চোখের নীচের একটি হাড় ভেঙে গিয়েছে এবং নাকের শিরাও ফুলে গিয়েছে। একটি এক্স-রে প্লেট থেকেও তাঁর আঘাতের বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে (যদিও সেই তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, খগেন মুর্মুর চোখ ও নাকের নীচে ব্যান্ডেজ করা হয়েছে।

ঘটনার পরই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিজেপি এই হামলার জন্য শাসকদলকে দায়ী করেছে। চিকিৎসাধীন খগেন মুর্মুর স্বাস্থ্যের খোঁজ নিতে ফোন করেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও তাঁকে ফোন করেন এবং পরে জানান, আহত সাংসদকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস সোমবার শিলিগুড়ির হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন। আজ, মঙ্গলবার শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে আহত সাংসদের সঙ্গে দেখা করবেন।