রাত হলেই বিছানায় সাপ হয়ে যান স্ত্রী, স্বামীকে মারেন ছোবল! বন্ধ ঘরে যা যা ঘটে শুনলে আঁতকে উঠবেন

সিনেমা বা সিরিয়ালে ‘নাগিন’-এর গল্প দেখানো হলেও, বাস্তবে এমন অভিযোগ শুনে কার্যত থমকে গিয়েছে প্রশাসন! উত্তরপ্রদেশের সীতাপুর জেলার এক ব্যক্তি তাঁর স্ত্রীর বিরুদ্ধে মারাত্মক এবং একই সঙ্গে অবিশ্বাস্য একটি অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, রাতে তাঁর স্ত্রী নাসিমুন ধীরে ধীরে সাপে পরিণত হন, শুধু তাই নয়, তাঁকে ছোবল মারার চেষ্টা করে তাড়া করেন!
এই অদ্ভুত ঘটনাটি সামনে আসে স্থানীয় ‘সমাধান দিবসের’ (জন অভিযোগ দিবস) দিনে। সাধারণত যেখানে এলাকার বাসিন্দারা বিদ্যুৎ, রাস্তাঘাট বা রেশন কার্ডের মতো সাধারণ সমস্যা নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানাতে যান, সেখানে মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি একপ্রকার আতঙ্কের সঙ্গেই এই গুরুতর অভিযোগটি করেন।
মেরাজ জেলা ম্যাজিস্ট্রেটকে লিখিত অভিযোগ জানিয়েছেন: “স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপে পরিণত হয় এবং আমাকে কামড়ানোর জন্য আমার পিছনে দৌড়ায়।”
তিনি আরও অভিযোগ করেন যে তাঁর স্ত্রী তাঁকে মানসিকভাবে নির্যাতন করেন এবং তাঁকে ঘুমন্ত অবস্থায় খুন করার একাধিকবার চেষ্টা করেছেন। মেরাজের দাবি, তিনি প্রতিবার সঠিক সময়ে ঘুম থেকে উঠে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন।
মেরাজের এই ‘নাগিন’ স্ত্রীর কাহিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। ‘এক্স’ হ্যান্ডেলে অনেকেই এই বক্তব্যটি শেয়ার করে নানা রকম সরস মন্তব্য করছেন:
একজন নেটিজেন লিখেছেন, “লোকটি খুব ভাগ্যবান। তিনি তাঁর বিবাহিত জীবনে শ্রীদেবীকে খুঁজে পেয়েছেন।”
আরেকজন কৌতুক করে প্রশ্ন করেছেন, “তুমি কি তাঁর নাগমণি কোথাও লুকিয়ে রেখেছ?”
কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন, “আপনারও কোবরা হওয়া উচিত।”
তবে এই হাস্যরসের মাঝেও জেলা ম্যাজিস্ট্রেট এই অভিযোগটিকে গুরুত্ব দিয়েছেন। জানা গিয়েছে, তিনি এই পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে খবর। যদিও অনেকেই মনে করছেন, এটি হয়তো দীর্ঘকালীন মানসিক হয়রানির ফলাফল।