অবশেষে কাটল উপাচার্য-জট! কলকাতা, যাদবপুর-সহ ৮ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগে সুপ্রিম স্বস্তি, জারি চূড়ান্ত নির্দেশ

দীর্ঘদিনের টানাপোড়েন ও রাজ্য-রাজ্যপাল সংঘাতের পর অবশেষে রাজ্যের আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য (Vice Chancellor) নিয়োগের জট কাটল। সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল অর্থাৎ সোমবার এক ধাক্কায় কলকাতা, যাদবপুর, উত্তরবঙ্গ সহ রাজ্যের আটটি নামী শিক্ষাঙ্গন পেল তাদের স্থায়ী অভিভাবক। এর ফলে এত দিন ধরে অস্থায়ী উপাচার্য দিয়ে কাজ চালানোর যে সমস্যা চলছিল, তার ইতি হলো।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজভবনের সংঘাত দীর্ঘ দিন ধরে চলে আসছিল, যা পৌঁছে গিয়েছিল সুপ্রিম কোর্টের আঙিনাতেও। এই টানাপোড়েন মেটাতে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল শীর্ষ আদালত। উপাচার্য পদে যাঁদের নাম প্রস্তাবিত হয়েছিল, তাঁদের মূল্যায়ন করে রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব ছিল এই কমিটির।
গতকাল, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সেই কমিটির সুপারিশগুলি খতিয়ে দেখে নির্দেশ দেয়—যেসব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার এবং রাজ্যপালের সম্মতি রয়েছে, সেগুলিতে অবিলম্বে নিয়োগ কার্যকর করা হোক। এই নির্দেশের ফলেই আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জটিলতা কাটল।
কারা পেলেন নতুন দায়িত্ব?
শিক্ষা দপ্তর সূত্রে খবর, আটটি বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন স্থায়ী উপাচার্যের তালিকা চূড়ান্ত হয়েছে:
বিশ্ববিদ্যালয় নতুন স্থায়ী উপাচার্য
কলকাতা বিশ্ববিদ্যালয় আশুতোষ ঘোষ
যাদবপুর বিশ্ববিদ্যালয় চিরঞ্জীব ভট্টাচার্য
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ওমপ্রকাশ মিশ্র
বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় আবু তালেব
সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয় চন্দ্রদীপা ঘোষ
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আশিস ভট্টাচার্য
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উদয় ভট্টাচার্য
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অর্ণব সেন
Export to Sheets
এই সিদ্ধান্তের ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে-র ভূমিকা শেষ হলো।
সম্পূর্ণ কাটেনি জটিলতা, অপেক্ষায় বাকি বিশ্ববিদ্যালয়
আদালতের নির্দেশে গতকাল আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জটিলতা কাটলেও, রাজ্যের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনও স্থায়ী উপাচার্যের প্রশ্নের মুখে রয়েছে। তবে জানা গেছে, আগামী শুনানিতে বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরেও নতুন সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।