নৈনি রেলস্টেশনের ভূতুড়ে রহস্য! আসলে এরা কারা? রেলকর্মী ও যাত্রীদের দাবিতে চাঞ্চল্যকর তথ্য!

পশ্চিমবঙ্গের বেগুনকোদরের মতো ভারতে আরও একটি রেলস্টেশন রয়েছে, যার সঙ্গে জড়িয়ে আছে এক হাড়হিম করা ভৌতিক কাহিনি। তবে বেগুনকোদরের মতো এখানে প্রতিদিন নয়, কেবলমাত্র পূর্ণিমার রাতেই দেখা মেলে এক রহস্যময় উপস্থিতির। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সংলগ্ন নৈনি রেলস্টেশনটি আজও এই ভৌতিক তকমা থেকে মুক্তি পায়নি।

অনেক রেলকর্মী ও যাত্রীর দাবি, পূর্ণিমার দিন রাত নামলে যখন স্টেশন চত্বর ফাঁকা হয়ে আসে, তখনই এই স্টেশনে ছায়ামূর্তি দেখতে পাওয়া যায়। ছায়ামূর্তিগুলি প্ল্যাটফর্ম বা রেললাইনের ওপর দেখা দেয় এবং তারপর আচমকা হাওয়ায় মিলিয়ে যায়। এমনকি, অনেকে এই ছায়ামূর্তি দেখতে না পেলেও, তাদের উপস্থিতি নাকি তীব্রভাবে অনুভব করতে পারেন। মনে হয় আশপাশে কেউ রয়েছে, কিন্তু কাউকে দেখা যায় না।

স্থানীয় বাসিন্দা, যাত্রী ও রেলকর্মীদের দাবি, যাঁদের এখানে ভূত হিসাবে দেখা যায় বা অনুভব করা যায়, তাঁরা আর কেউ নন— তাঁরা হলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী।

ভারত যখন পরাধীন ছিল, তখন এই নৈনি রেলস্টেশনের কাছেই ছিল নৈনি সেন্ট্রাল জেল। ব্রিটিশদের অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে বহু বিপ্লবী সেখানেই প্রাণ হারান। স্থানীয়দের বিশ্বাস, সেই অত্যাচারিত বিপ্লবীদের আত্মাই নাকি আজও এই নৈনি স্টেশনে ঘুরে বেড়ায়। নৈনি রেলস্টেশন আজও সেই ঐতিহাসিক অত্যাচার ও আত্মবলিদানের করুণ কাহিনি বহন করে চলেছে।

Saheli Saha
  • Saheli Saha