হাতবদলের ঠিক আগেই পুলিশের অতর্কিত হানা! নকশালবাড়িতে প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার সহ ধৃত ২!

পুলিশের তৎপরতায় ফের ভেস্তে গেল কোটি কোটি টাকার এক আন্তর্জাতিক মাদকের কারবার। মালদহ থেকে নকশালবাড়িতে হাত বদলের জন্য আনা হয়েছিল প্রায় ২ কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১ কেজি ৮৩২ গ্রাম মাদক সহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে শামীম আখতার নামে এক ব্যক্তি মালদহ থেকে ১ কেজি ৮৩২ গ্রাম ব্রাউন সুগার নিয়ে এসেছিলেন নকশালবাড়ির স্টেশন পাড়া এলাকায়। তাঁর উদ্দেশ্য ছিল ওই বিপুল পরিমাণ মাদক সুশীল রায়ের হাতে তুলে দেওয়া। এই অবৈধ হাত বদলের খবর আগাম পেয়ে পুলিশ অতর্কিতে হানা দেয় এবং দু’জনকেই হাতেনাতে গ্রেফতার করে।

উদ্ধার হওয়া ১ কেজি ৮৩২ গ্রাম ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন সভাধিপতি:

সোমবার রাতে পুলিশের এই অভিযানে শিলিগুড়ি মহকুমা জেলা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষও উপস্থিত ছিলেন। পুরো ঘটনার সাক্ষী থেকে তিনি বিস্মিত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে এগিয়ে আসার এবং সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

গ্রেফতার হওয়া শামীম আখতার ও সুশীল রায়কে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Saheli Saha
  • Saheli Saha