এভারেস্টে যখন তুষারঝড়ের মাঝে সেলফি, পা-হড়কে পরে গেলেন নিচে, তারপর…?

বরফের পাহাড় মাউন্ট এভারেস্টে ট্রেকিং চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক চিনা পর্বতারোহী। জানা গিয়েছে, সেলফি তোলার জন্য নিজের সেফটি রোপ খুলে ফেলাতেই এই মর্মান্তিক পরিণতি। ৩১ বছর বয়সী ওই পর্বতারোহীর পদবী হং। তিনি প্রায় ২০০ মিটার নিচে পা হড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গত ২৫ সেপ্টেম্বর চিনের সিচুয়ান উপত্যকার মাউন্ট নামা অভিযানে ছিলেন হং ও তাঁর দল। ৫ হাজার ৫৮৮ ফুট উচ্চতায় ওঠার পর আচমকাই তাদের অভিযানে বাধা দেয় প্রবল তুষারঝড়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সামিটের কাছাকাছি পৌঁছনোর পর হং নিজের সেফটি রোপ খুলে ফেলেন এবং বরফ কাটার কোদালও ব্যবহার করছিলেন না। ঠিক সেই সময়েই বরফের পাহাড়ে তাঁর পা হড়কে যায়।

তাঁকে পড়ে যেতে দেখে বাকি পর্বতারোহীরা হাড়হিম করা এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও হংকে বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁর দেহ নিকটবর্তী গংগ্গা মাউন্টেন টাউনে পাঠানো হয়। হংয়ের তুতো ভাই জানিয়েছেন, এটাই তাঁর প্রথম এভারেস্ট অভিযান ছিল।

এদিকে, অসময়ের এই ভয়াবহ তুষারঝড়ে মাউন্ট এভারেস্টের সংশ্লিষ্ট সামিট পয়েন্ট থেকে এ পর্যন্ত প্রায় ৩৫০ জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, তিব্বতের কুডেং টংয়ের মিটিং পয়েন্টে এখনও ২০০ জন পর্বতারোহী আটকে আছেন। বর্তমানে এভারেস্টে ট্রেকিংয়ের উপযুক্ত সময় হলেও এই অস্বাভাবিক তুষারপাত পুরো অভিযানকে ব্যাহত করেছে। জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চলছে।