TMC MLA হুমায়ুন হঠাত্ বাংলাদেশে, দুর্গাপুজো দেখে করলেন ভূয়সী প্রশংসা

ভারত-বাংলাদেশ সম্পর্ক যখন তলানিতে, ঠিক সেই সময়ে বাংলাদেশে গিয়ে সম্পূর্ণ বিপরীত মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন পশ্চিমবঙ্গের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ যখন আন্তর্জাতিক মহলে আলোচিত, তখন তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে ক্ষোভ তৈরি করেছে।
দীর্ঘ তিন দশক পর বাংলাদেশে সফরে গিয়ে খোশমেজাজে রয়েছেন বিধায়ক হুমায়ুন কবীর। মৈত্রী এক্সপ্রেস ও কক্সবাজার থেকে ছবি পোস্ট করছেন তিনি। সেখানেই সাংবাদিকদের সামনে তাঁর স্পষ্ট দাবি, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বেশ ভালো। তাঁর কথায়, “এখানে হিন্দু ও মুসলমান মিলেমিশেই রয়েছে। এখানে হিন্দুদের উপর অত্যাচার করা হয় বলে যে প্রচার চলে, সেটা একবারেই মিথ্যে।” তিনি আরও বলেন, “এখানে সুন্দরভাবে দুর্গাপুজো হয়। কক্সবাজার, ঢাকাতেও আমি পুজো হতে দেখেছি।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মুহূর্তে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ। সে দেশে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের সঙ্গে ভারতের ‘সাপে-নেউলে’ অবস্থা। বিশেষত, ভারত সরকার যখন লাগাতার অভিযোগ করে আসছে যে বাংলাদেশে হিন্দুদের বাড়ি পোড়ানো, ধর্মান্তকরণে চাপ এবং অত্যাচারের ঘটনা ঘটছে, তখন একজন ভারতীয় বিধায়কের এমন বক্তব্য কার্যত ভারতের অবস্থানের বিপক্ষে গেল।
ইতিমধ্যেই বিরোধী দলগুলি এই ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র খোঁচা দিয়েছে। তবে বিতর্কিত মন্তব্যের জন্য বারবার আলোচনার কেন্দ্রে থাকা হুমায়ুন কবীরকে নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্ব নীরব। এর আগেও একাধিকবার দলের ‘লাইন’ বা নীতির বাইরে গিয়ে মন্তব্য করে দলীয় হুঁশিয়ারি পেয়েছেন এই বিধায়ক। রাজনৈতিক মহলের বক্তব্য, ফের একবার প্রমাণিত হল যে দলীয় নির্দেশিকা এড়িয়ে নিজের পথেই চলতে অভ্যস্ত হুমায়ুন কবীর।