ভরা এজলাসে দেশের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারার চেষ্টা! সুপ্রিম কোর্টে তুমুল কাণ্ড, সাসপেন্ড অভিযুক্ত আইনজীবী!

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court) সোমবার সকালে ঘটে গেল এক চরম চাঞ্চল্যকর ঘটনা। প্রধান বিচারপতির এজলাসে স্বয়ং তাঁকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারার অভিযোগ উঠল শীর্ষ আদালতেরই এক আইনজীবীর বিরুদ্ধে। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরকে সাসপেন্ড করেছে সুপ্রিম কোর্টের বার কাউন্সিল।

ঠিক কী ঘটেছিল এজলাসে?
সোমবার সকালে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের (B.R. Gavai) এজলাসের কাজকর্ম সবেমাত্র শুরু হয়েছিল। আর ঠিক সেই সময়ই অপ্রত্যাশিতভাবে তাঁর দিকে উড়ে আসে একটি জুতো। জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত হলেন আইনজীবী রাকেশ কিশোর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, জুতো ছোঁড়ার পাশাপাশি অভিযুক্ত ওই আইনজীবীকে এজলাসের মধ্যে সনাতন ধর্ম নিয়ে স্লোগান দিতেও শোনা যায়। এই ঘটনায় হতচকিত হয়ে যান প্রধান বিচারপতি-সহ এজলাসে উপস্থিত সকলেই। কালো পোশাক পরা ওই ব্যক্তির এই অস্বাভাবিক আচরণে গোটা সুপ্রিম কোর্ট চত্বরেই উত্তেজনা তৈরি হয়।

আইনজীবীর বিরুদ্ধে কী পদক্ষেপ?
সুপ্রিম কোর্ট বার কাউন্সিল সঙ্গে সঙ্গে অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে খবর, অভিযুক্তকে একটি ‘কারণ দর্শাও নোটিশ’ জারি করা হবে। তাঁকে এই নোটিশ গ্রহণের ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে। তাঁর কাছে জানতে চাওয়া হবে— কেন তাঁর এই সাসপেনশন জারি থাকবে না এবং কেন তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে না।

প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের নিরাপত্তা
দেশের অন্যতম হাইপ্রোফাইল বিচারালয় সুপ্রিম কোর্টের এজলাসের মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই শীর্ষ আদালতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

এজলাসের মতো সুরক্ষিত স্থানে একজন ব্যক্তি কীভাবে এই ধরনের কাজ করার সাহস পেলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে শীর্ষ আদালতের নিরাপত্তা বিভাগ। এই ঘটনা প্রমাণ করে দিল, দেশের সর্বোচ্চ বিচারালয়ও এখন এই ধরনের অপ্রত্যাশিত হামলার ঝুঁকি থেকে মুক্ত নয়।

Editor001
  • Editor001