টলিউডের এক টুকরো আকাশ রাজ-শুভশ্রীর বাড়িতে! প্রসেনজিৎ থেকে যীশু, বিজয়া সম্মেলনে তারকাদের চাঁদের হাট

পুজো শেষ, কিন্তু উৎসবের আমেজ এখনও শেষ হয়নি। একসময় দুর্গাপূজা মানেই যেমন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়া সম্মিলনী, সেই ঐতিহ্যকে ধরে রেখেই এবার জমজমাট আড্ডার আয়োজন করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের বাড়িতে যেন বসেছিল টলিউডের সব তারাদের ‘চাঁদের হাট’!

শুভ বিজয়া উপলক্ষে আয়োজিত এই বিশেষ জমায়েতের ছবি এখন নেটপাড়ায় ভাইরাল। এক ছাদের নিচে ধরা পড়ল টলিউডের পুরো পরিবার।

গানে-আড্ডায় জমল আসর, নেতৃত্ব দিলেন কারা?
দীর্ঘদিন পর এত বড় তারকাদের এক সঙ্গে পাওয়া গেল এক আড্ডায়। শুভশ্রী চিরকালই অতিথি আপ্যায়ন করতে ভালোবাসেন, তাই মাঝে মাঝেই এমন জমায়েত দেখা যায় তাঁর বাড়িতে।

এদিনের আড্ডার বিশেষ আকর্ষণ ছিল গান-বাজনার পর্ব। বহু দিন বাদে গিটার হাতে গান করতে দেখা গেল অভিনেতা যীশু সেনগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। তাঁদের সঙ্গী হয়েছিলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। জনপ্রিয় ‘মহীনের ঘোড়াগুলি’-র গানের তালে তালে সুর মেলালেন সকলে। জমজমাট সেই বিজয়া বৈঠকি আড্ডার মুহূর্তগুলি ক্যামেরা বন্দী করেন স্বয়ং শুভশ্রী।

পাশাপাশি, রাজের বাড়িতে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে দেখা গেল খুনসুটিতে মেতে থাকতে।

এক ফ্রেমে টলিউডের দুই প্রজন্ম
এই জমায়েতে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক প্রজন্মের তারকারা। প্রবীণ এবং নবীন— উভয়ের উপস্থিতিতেই আড্ডা ছিল প্রাণবন্ত। এই তারকাদের মধ্যে ছিলেন:

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)

যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও তাঁর স্ত্রী মিথিলা

কোয়েল মল্লিক (Koel Mallick) ও তাঁর স্বামী নিসপাল সিং রানে

আদ্যপ্রান্ত বাঙালি বাবু সাজে ধুতি-পাঞ্জাবি পরে এসেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)

এছাড়া ছিলেন পিয়া সেনগুপ্ত সহ আরও অনেকে।

আড্ডায় সকলের মধ্যমণি ছিল রাজ-শুভশ্রীর পুত্র ইউভান। জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যায় ইউভানকে কোলে নিয়ে সামলাতে। জেঠুর কোলে চেপে বেজায় খুশি ছিল ইউভানও।

এই জমায়েত যেন প্রমাণ করে দিল— কাজের বাইরে টলিউড এখনও একটি বড় পরিবার। এই ছবিগুলি দেখে আপনার কেমন লাগল, কমেন্ট করে জানাতে ভুলবেন না!