আড়াই দিনে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিলো ভারত! সেই দুর্দান্ত জয়ের সেলিব্রেশন হিসেবে তারকাদের নৈশভোজে আমন্ত্রণ জানালেন গম্ভীর,

ওয়েস্ট ইন্ডিজকে আড়াই দিনে প্রথম টেস্টে বিধ্বস্ত করার পরই ভারতীয় ক্রিকেট মহলে এলো বড়সড় খবর। অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত ওয়ানডে দল থেকে রোহিত শর্মার হাত থেকে নেতৃত্ব তুলে দেওয়া হলো শুভমান গিলের হাতে। ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক এখন শুভমান গিল। যদিও নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। নির্বাচক কমিটির এই সিদ্ধান্ত নিয়েই এখন সরগরম ভারতীয় ক্রিকেট।

কেন হলো এই অধিনায়ক বদল?
নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর নিশ্চিত করেছেন, বোর্ডের মতে এখন ভবিষ্যতের পরিকল্পনা শুরু করার সময় এসেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি সুনীল গাভাসকার এই পরিবর্তনকে স্বাভাবিক হিসেবেই দেখছেন। তাঁর মতে, ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকে ভাবলে এটি একটি জরুরি সিদ্ধান্ত।

গাভাসকার একটি সাক্ষাৎকারে বলেন:

“আমরা জানি না রোহিত শর্মা ২০২৭ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন কি না। তিনি এখন কেবল ওয়ানডে খেলছেন, আর আন্তর্জাতিক ক্যালেন্ডারে ভারতীয় দলের খুব বেশি ওয়ানডে নেই। এই কারণেই শুভমান গিলকে প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

গাভাসকার আরও যোগ করেন, রোহিত শর্মা নিজেও এই সিদ্ধান্তে সম্মত। তিনি বলেন, “দলই সবার আগে। ব্যক্তিগতভাবে রোহিত অনেক কিছু জিতিয়েছেন… কিন্তু তিনিও বুঝেছেন, যদি আগামী দু’বছরের কথা ভাবা হয়, তাহলে এখনই একজন তরুণ অধিনায়ককে গড়ে তুলতে হবে।” তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েক মাসে ভারতীয় দলে আরও কিছু ‘কঠিন সিদ্ধান্ত’ আসতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ জয় এবং গম্ভীরের নৈশভোজ
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে এক ইনিংস এবং ১৪০ রানে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ে শুভমান গিলের দল ঘরের মাঠে মরশুম শুরু করেছে। ম্যাচের নায়ক ছিলেন অলরাউন্ডার স্যর রবীন্দ্র জাদেজা, যিনি প্রথম ইনিংসে শতরান করার পাশাপাশি চার উইকেট নেন। টেস্টের তৃতীয় দিনে ভারত মাত্র দুটো সেশনেই ক্যারিবিয়ানদের অল আউট করে দেয়।

এই দুর্দান্ত জয়ের সেলিব্রেশন হিসেবে প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর গোটা দল ও সাপোর্ট স্টাফদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, ৮ অক্টোবর অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন সারার পরই টিম ইন্ডিয়া গম্ভীরের বাসভবনে যাবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১০ অক্টোবর।

Editor001
  • Editor001