মুখ্যমন্ত্রীর নজর কার্নিভালে’! ডিভিসি বিতর্কের মাঝেই পাল্টা শমীক ভট্টাচার্যের, উত্তরবঙ্গের বন্যাকে বললেন ‘তৃণমূলমেড বিপর্যয়’

বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে এখন মৃত্যুমিছিল। এই পরিস্থিতিতে গতকাল মুখ্যমন্ত্রীর কার্নিভ্যালে যোগদান এবং ডিভিসি-র জল ছাড়া নিয়ে তাঁর মন্তব্যের জবাবে পাল্টা আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী যখন ডিভিসি-র জল ছাড়ার অভিযোগ তুলেছেন, তখন শমীক ভট্টাচার্য এই বন্যাকে ‘তৃণমূলমেড বন্যা’ বলে কটাক্ষ করেছেন।

মুখ্যমন্ত্রীর ‘নজর’ কার্নিভালে: শমীক
উত্তরবঙ্গের দিকে নজর রাখার বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে শমীক ভট্টাচার্য তীব্র ব্যঙ্গ করেন। তিনি বলেন:

“মুখ্যমন্ত্রীর নজর….নজর তো দেখলেন তো…কালকে তো সকলের নজরই কার্নিভালে।”

ডিভিসি জল ছাড়ার অভিযোগ এবং চারিদিকে জল ঢোকার বিষয়ে সাংবাদিকের প্রশ্নে তিনি সরাসরি রাজ্যের শাসকদলের দিকে আঙুল তোলেন।

‘লুঠেরাদের সরকার উত্তরবঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে’
শমীক ভট্টাচার্য দাবি করেন, উত্তরবঙ্গে যে বিপর্যয় নেমে এসেছে, তা প্রাকৃতিক নয়, বরং রাজ্যের ‘লুঠেরাদের সরকার’-এর অদক্ষতা ও দুর্নীতির ফল। কাঠ লুঠ ও বালি তোলার প্রসঙ্গ টেনে তিনি বলেন:

“ওই গল্প…. আপনার এই যে জঙ্গলের কাঠ লুঠ হচ্ছে, এটা কি কোনও ভুটানি এসে কেটে নিয়ে গেছে?!..নদীর..বালি কারা তুলছে? ভুটানিরা তুলছে? না ডিভিসি তুলছে?”

বিজেপি রাজ্য সভাপতির বিস্ফোরক অভিযোগ, “গোটা উত্তরবঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লুঠেরাদের সরকার। দক্ষিণবঙ্গের কিছু অসাধু আমলা, কিছু নেতা, তারা গোটা ডুয়ার্স কিনে ফেলেছে।”

তাঁর মতে, এই বন্যা ‘ম্যানমেড’ নয়, বরং “ইয়েস, তৃণমূলমেড বন্যা।”

উত্তরবঙ্গে যখন এখনও বহু মানুষ নিখোঁজ এবং মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে, ঠিক তখনই শাসক ও বিরোধী পক্ষের এই বাগ্যুদ্ধ রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল।

Editor001
  • Editor001