জুবিনের মৃত্যুতে বাড়ছে রহস্য, হাজিরা দিচ্ছে না ৭ জন, মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

অসমের কিংবদন্তি গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা তদন্তে নতুন মোড় এনে দিয়েছে। জুবিনের মৃত্যুর সময় সিঙ্গাপুরে উপস্থিত থাকা আটজনের মধ্যে সাতজনই এখনও পর্যন্ত সিআইডির (CID) সমনের কোনো জবাব দেননি। শুধুমাত্র একজন— রূপকমল কলিতা— তদন্তে সাড়া দিয়েছেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর যে নৌকায় জুবিন গর্গ সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান, সেই নৌকাতেই উপস্থিত ছিলেন এই রূপকমল কলিতা। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে রূপকমল মঙ্গলবার গুয়াহাটিতে ফিরছেন এবং তিনি বিশেষ তদন্ত দল (SIT)-এর কাছে হাজিরা দেবেন।

তবে উদ্বেগের বিষয় হলো, বাকি সাতজন জুবিনের সঙ্গী এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি বা তদন্তে যোগদানের ইঙ্গিত দেননি।

এই ৭ জনের নীরবতা নিয়ে রাজ্য সরকার চাপ সৃষ্টি করছে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা তাদের সহযোগিতা করতে উৎসাহিত করব। একজন যখন আসছে, আশা করি বাকিরাও আসবে।”

তবে, জুবিন কাণ্ডে প্রমাণের জন্য অসম পুলিশকে সিঙ্গাপুরে যেতে হবে না বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। তিনি ব্যাখ্যা করেন, ভারত ও সিঙ্গাপুরের মধ্যে বিদ্যমান পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) অত্যন্ত কার্যকর। এর ফলে সিঙ্গাপুর পুলিশ প্রমাণ সংগ্রহ করে তা ভারতের সঙ্গে ভাগ করে নেবে। ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে।

অসমজুড়ে এখন এই প্রশ্নই ঘুরছে: কেন বাকি সাতজন নীরব? জুবিনের মৃত্যুর ঘটনায় তাদের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? সাতজনের এই নীরবতা কি কোনও বড় ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে? তদন্তের অগ্রগতি এখন সবার নজরে।

Editor001
  • Editor001