দক্ষিণ ইতালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত ৪ ভারতীয়, হাসপাতালে ভর্তি ৬ জন, শোকস্তব্ধ দূতাবাস

দক্ষিণ ইতালির মাতেরা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) রোমে অবস্থিত ভারতীয় দূতাবাস এই মর্মান্তিক খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, গত শনিবার স্ক্যানজানো জোনিকো পৌরসভায় ১০ জনকে বহনকারী একটি সাত আসনের গাড়ি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে এই দুর্ঘটনাটি ঘটে।

এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই চারজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয় এবং বাকি ছয়জন গুরুতর আহত হন।

নিহত ও আহতদের পরিচয়
রোমের ভারতীয় দূতাবাস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। নিহতরা হলেন:

কুমার মনোজ (৩৪)

সিং সুরজিৎ (৩৩)

সিং হরবিন্দর (৩১)

সিং জসকরণ (২০)

দূতাবাস সোশ্যাল মিডিয়ায় বলেছে, “দক্ষিণ ইতালির মাতেরাতে এক সড়ক দুর্ঘটনায় চার ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে ভারতীয় দূতাবাস গভীরভাবে শোকাহত।”

আহত ছয়জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনকে পলিকোরো হাসপাতালে এবং গুরুতর আহত একজনকে পোটেনজার সান কার্লো হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

দূতাবাসের উদ্যোগ
দূতাবাস আরও জানিয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তারা স্থানীয় ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। দূতাবাস জড়িত পরিবারগুলিকে সম্ভাব্য সকল কনস্যুলার সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, এর আগেও ইতালিতে ভারতীয়দের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর সামনে এসেছে। সম্প্রতি ইতালির গ্রোসেটোর কাছে অরেলিয়া হাইওয়েতে এক দুর্ঘটনায় নাগপুরের সুপরিচিত হোটেল ব্যবসায়ী জাভেদ আখতার এবং তার স্ত্রী নাদিরা গুলশান নিহত হন।

Editor001
  • Editor001