১২০ গ্রাম সোনা, ১৮ লক্ষ নগদ দিয়ে মুক্তি! ছেলের মাথায় দুধ ঢেলে ‘অভিষেক’ করালেন মা, বিচ্ছেদের এই ভিডিও দেখে নেটিজেনরা হতবাক

সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ে হলেও নানা কারণে সেই বন্ধন ছিন্ন হয়। বিচ্ছেদের পর যেখানে মন খারাপের রেশ থাকার কথা, সেখানে এক যুবক যা করলেন, তা দেখে তাজ্জব নেটিজেনরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক যুবক তাঁর বিবাহবিচ্ছেদ রীতিমতো চকোলেট কেক কেটে, হইহই করে উদযাপন করছেন। সেই উদযাপনের কেন্দ্রবিন্দুতে থাকা কেকের ওপরের লেখা দেখে তুমুল আলোচনা শুরু হয়েছে।

দুধ-স্নান ও ‘হ্যাপি ডিভোর্স’ কেক
ইনস্টাগ্রামে শেয়ার হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে এক যুবক মাটিতে বসে আছেন এবং তাঁর মা তাঁর মাথার উপর দুধ ঢেলে দিচ্ছেন। সাধারণত, এটি ‘অভিষেকম’ নামে পরিচিত একটি আচার, যা শুদ্ধির প্রতীক। এক্ষেত্রে তাঁর বিবাহিত জীবনের সমাপ্তি এবং অবিবাহিত জীবনের সূচনা উপলক্ষে মা এই আচার পালন করেন।

আচার-অনুষ্ঠানের পর যুবককে হাসতে হাসতে একটি বড় আকারের চকোলেট কেক কাটতে দেখা যায়। সেই কেকের ওপরই লেখা ছিল: ‘হ্যাপি ডিভোর্স’ (শুভ বিবাহবিচ্ছেদ)। শুধু তাই নয়, এর নিচে আরও একটি চমকপ্রদ তথ্য লেখা ছিল— ‘১২০ গ্রাম সোনা ১৮ লক্ষ নগদ’ এবং তার সঙ্গে দুটি হাসির ইমোজি।

যুবক তাঁর পরিবারের সঙ্গে হইহই করে কেক কেটে এই বিচ্ছেদ উদযাপন করছিলেন।

‘সিঙ্গেল, কিন্তু খুশি, স্বাধীন’: যুবকের বার্তা
ভিডিওটি পোস্ট করার সময় যুবক নেটিজেনদের জন্য একটি ক্যাপশনও শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, “দয়া করে খুশি থাকুন এবং নিজেকে উদযাপন করুন। হতাশ হবেন না। ১২০ গ্রাম সোনা আর ১৮ লক্ষ নগদ নিইনি, দিয়েছি। সিঙ্গেল, কিন্তু খুশি, স্বাধীন।”

ক্যাপশনের শেষে তিনি আরও লেখেন, “মেরি জিন্দেগি, মেরি রুলস, সিঙ্গেল অর হ্যাপি।” যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমার জীবন, আমার নিয়ম। একা কিন্তু খুশি।’

অনলাইনে শেয়ার হওয়ার পর ভিডিওটি ত্রিশ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ এই ইতিবাচক উদযাপনকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ তীব্র সমালোচনা করে যুবককে ‘টক্সিক’ বা ‘মাম্মাজ বয়’ বলেছেন। কেউ কেউ আবার লিখেছেন, মা যেভাবে দুধ-স্নান করিয়ে উদযাপন করছেন, তাতে সম্পর্কের পরিস্থিতি কেমন ছিল, তা বুঝতে অসুবিধা হচ্ছে না।

Editor001
  • Editor001