দেশের মানুষ অভুক্ত, ঘরে নেই বিদ্যুৎ! আর রাজা বিলাসবহুল জেট নিয়ে ঘুরছেন, আফ্রিকার শেষ রাজার ‘অসাধারণ’ জীবনযাত্রায় বিশ্বজুড়ে ধিক্কার

দক্ষিণ আফ্রিকার ছোট্ট দেশ ইসোয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়ের আবুধাবি সফরকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিওতে রাজার অসাধারণ বিলাসবহুল জীবনযাত্রা সকলের সামনে আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনা। জুলাই মাসে প্রথম প্রকাশিত এই ভিডিওতে দেখা যাচ্ছে, আবুধাবি বিমানবন্দরে রাজার সঙ্গে তাঁর একাধিক স্ত্রী এবং বিশাল সফরসঙ্গীর বহর।
বিমানবন্দরে ‘বিঘ্ন’: ১৫ জন স্ত্রী, ১০০ ভৃত্য ও ৩০ সন্তান
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, রাজা ঐতিহ্যবাহী পোশাক পরে একটি ব্যক্তিগত বিমান থেকে নামছেন। তাঁর পিছনে মার্জিত পোশাকে আসছেন একদল মহিলা। ক্লিপের ক্যাপশনে লেখা: “সোয়াজিল্যান্ডের রাজা ১৫ জন স্ত্রী এবং ১০০ জন ভৃত্য নিয়ে আবুধাবিতে এসে পৌঁছেছেন।” জানা গিয়েছে, আবুধাবি ভ্রমণের সময় রাজার সঙ্গে তাঁর ৩০ জন সন্তানও ছিলেন।
এত বিশাল সংখ্যক প্রতিনিধিদলের আগমনের কারণে বিমানবন্দরে সাময়িক বিঘ্ন ঘটে, এবং রাজকীয় দলের নিরাপত্তার জন্য একাধিক টার্মিনাল বন্ধ করে দিতে হয়।
‘দেশের মানুষ অনাহারে, আর রাজা ব্যক্তিগত জেটে’: তীব্র সমালোচনা
১৯৮৬ সাল থেকে ইসোয়াতিনি শাসন করা রাজা মসোয়াতি তৃতীয়ের ব্যক্তিগত সম্পদ ১ বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু এই বিলাসবহুল প্রদর্শনীতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বের নানা প্রান্তের মানুষ।
সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা রাজার বিলাসিতা এবং তাঁর দেশের সাধারণ নাগরিকদের দৈনন্দিন সংগ্রামের মধ্যে স্পষ্ট বৈপরীত্য তুলে ধরেছেন:
বিদ্যুৎ ও দারিদ্র্য: একজন ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন, “এত বিলাসিতা, অন্যদিকে দেশের নাগরিকদের ঘরে বিদ্যুৎ নেই।”
অনাহার: অন্য একজন তীব্র ভাষায় লিখেছেন, “এই ব্যক্তি ব্যক্তিগত বিমানে ঘুরে বেড়াচ্ছেন যখন তাঁর দেশের লোকেরা অনাহারে মারা যাচ্ছেন।”
সাহায্যের আবেদন: একই রকম সুরে আরেকজন বলেছেন, “তারা আবার আফ্রিকার শিশুদের খাওয়ানোর জন্য অর্থ চায়।”
ভেঙে পড়া স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা
বিশাল রাজপরিবারের প্রচুর সম্পদ থাকলেও, ইসোয়াতিনির প্রায় ৬০ শতাংশ জনসংখ্যা দারিদ্র্যসীমার নীচে বাস করে। বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশের বেকারত্ব ২৩ শতাংশ থেকে বেড়ে ৩৩.৩ শতাংশ হয়েছে। সরকারি হাসপাতালে ওষুধের ঘাটতি এবং আর্থিকভাবে সঙ্কটাপন্ন শিক্ষার্থীদের অনুদানের উপর নির্ভরশীল হতে হচ্ছে।
রাজা মসোয়াতি তাঁর জাকজমকপূর্ণ জীবনধারা এবং প্রতি বছর রিড নৃত্য অনুষ্ঠানে একজন নতুন কনে নির্বাচন করার ঐতিহ্যবাহী রীতির জন্য পরিচিত। এটি একটি শতাব্দী প্রাচীন প্রথা যা বরাবরই সমালোচিত।