হাসপাতালের ওয়েটিং রুমে চা খাইয়ে বেহুঁশ! নগদ টাকা, মোবাইল লুট করে চম্পট দুষ্কৃতীর, কালনা মহকুমা হাসপাতালে ভয়ঙ্কর কাণ্ড

হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। রবিবার রাতে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের তিন জন পরিজনকে চা খাইয়ে বেহুঁশ করে তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে চম্পট দিয়েছে এক দুষ্কৃতী। এই ঘটনায় শুধু চাঞ্চল্য নয়, নিরাপত্তা নিয়েও ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
কীভাবে ঘটল এই ঘটনা?
হাসপাতালের ওয়েটিং রুমে গভীর রাতে এই ঘটনাটি ঘটে। অসুস্থ আত্মীয়দের দেখাশোনা করতে সেখানে ছিলেন তিন জন ব্যক্তি— নারায়ণ চৌধুরী (সমুদ্রগড়ের বিবির হাট), আনোয়ার শেখ (নদিয়ার বাহিরচড়া) এবং জমির উদ্দিন শেখ (গরেশপুর)।
পরিবারের সদস্যদের অভিযোগ, রবিবার রাতে এক অচেনা ব্যক্তি ওয়েটিং রুমে এসে তাঁদের সঙ্গে গল্প করতে শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি পরিজনদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে ফেলেন এবং পরে তাঁদের চা খাওয়ান। চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই তিন জন ব্যক্তি বেহুঁশ হয়ে পড়েন। সেই সুযোগে ওই দুষ্কৃতী তাঁদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন-সহ অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
৩ জন অসুস্থ, ১ জনের অবস্থা আশঙ্কাজনক
বর্তমানে বেহুঁশ অবস্থায় উদ্ধার হওয়া এই তিন ব্যক্তি কালনা মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার পর সোমবার দুপুর তিনটে নাগাদ কালনা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে তিনজনের পরিবারের সদস্যদের কাছ থেকে অভিযোগ নিয়েছে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। সচেতনতার পাশাপাশি এখন নিরাপত্তা জোরদার করার দাবি তুলেছেন রোগীর পরিজনেরা।