নাগরাকাটার ‘জুতো হামলা’ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা, “রাজনীতি করতে এলে মানুষ জবাব দেবে, যা আজ দিয়েছে”

উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে জনরোষের শিকার হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু। স্থানীয় বাসিন্দারা জুতো হাতে শংকর ঘোষকে তাড়া করেন এবং তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির কাঁচ ভেঙে যাওয়ায় রক্তাক্ত অবস্থায় সাংসদ খগেন মুর্মুকে জলপাইগুড়ি মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

এই নজিরবিহীন ঘটনার পরই মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।

“হিংসা চাই না, কিন্তু রাজনীতি করতে এলে মানুষ জবাব দেবে”
নাগরাকাটার বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই না কোথাও আইনশৃঙ্খলার অবমাননা হোক। আমি হিংসা চাই না। আমি চেয়েছিলাম, সবাই একসঙ্গে মানুষের পাশে দাঁড়াবে।”

এরপরই মুখ্যমন্ত্রী বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, “কিন্তু রাজনীতি করতে এলে মানুষ তার জবাব দেবে, যা আজ দিয়েছে।”

তিনি আরও বলেন, “বিজেপি নেতারা ত্রাণের নামে ফটো তুলতে এসেছিল। মানুষের ক্ষোভ স্বাভাবিক। আমরা দুর্গতদের জন্য কাজ করছি, কিন্তু কেন্দ্র কোনও সাহায্য করছে না।” মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকেই বিজেপি নেতারা জনরোষে উস্কানি হিসেবে দেখছেন।

‘মানুষের তৈরি বিপর্যয়’: কেন্দ্রের বিরুদ্ধে মমতার অভিযোগ
উত্তরবঙ্গে গত ৪-৫ অক্টোবরের ভারী বর্ষণে তিস্তা ও জলঢাকা নদীর জল বেড়ে যাওয়ায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভয়াবহ বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়েছে। কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুহারা। মমতা এই পরিস্থিতিকে “মানুষের তৈরি বিপর্যয়” বলে অভিহিত করে কেন্দ্রীয় সরকারের উপর অবহেলার অভিযোগ তুলেছেন।

তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য মমতার বক্তব্যের সমর্থনে বলেন, “বিজেপি ত্রাণের নামে রাজনীতি করতে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েছে। উত্তরবঙ্গের মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়েও কিছু পায়নি।”

এদিকে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, “বিজেপি নেতারা মমতা দিদির বিরুদ্ধে মানুষকে উস্কানি দিতে গিয়ে মার খেয়েছে।” স্থানীয়রাও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বিজেপির সমালোচনাকে দায়ী করেছেন, আবার কেউ মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও আরও দ্রুত সাহায্যের দাবি করেছেন।

Editor001
  • Editor001