ভোটার লিস্টে ‘অস্ত্র’ SIR! বিহারের পরে এবার কি বাংলা? সরাসরি জানিয়ে দিল নির্বাচন কমিশন,

বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠল ভোটার তালিকার ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া। বিহারে এই প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে যেমন বিতর্ক সৃষ্টি হয়েছে, তেমনই পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর।

সোমবার বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার জানালেন, SIR শুধুমাত্র বিহারের জন্য নয়, এই প্রক্রিয়া দেশজুড়ে শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই ঘোষণায় স্পষ্ট যে, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেও এই বিশেষ সংশোধনীর প্রভাব পড়তে চলেছে।

কবে শুরু হবে SIR?

জ্ঞানেশ কুমার বলেন, “SIR (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) প্রক্রিয়া দেশজুড়ে শুরু হবে। কমিশন আগেই এই সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও জানান যে, এই প্রক্রিয়ার সময়সূচি ঠিক করতে কমিশন বিভিন্ন রাজ্যের সঙ্গে রাজ্যভিত্তিক বৈঠক করবে। সেই বৈঠকের পরই স্থির হবে, কোন রাজ্যে কবে থেকে শুরু হবে এই SIR প্রক্রিয়া।

বিহারের উদাহরণ ও কমিশনের বক্তব্য

বিহার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, সেখানে দুটি দফায় (৬ ও ১১ নভেম্বর) ভোট হবে এবং ফল প্রকাশ হবে ১৪ নভেম্বর। এই নির্বাচনের আগেই SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়াকে কেন্দ্র করে বিহারে তুমুল রাজনৈতিক চাপানউতোর চলছে।

এই প্রসঙ্গে জ্ঞানেশ কুমার ব্যাখ্যা দিয়ে বলেন, “নির্বাচন কমিশন গত ২৪ জুন থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছিল। এরপর ১ অগাস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং সমস্ত রাজনৈতিক দলকে তা সরবরাহ করা হয়েছিল। সকল পক্ষকে দাবি এবং আপত্তি জানানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।” তিনি এও মনে করিয়ে দেন, এখনও যদি কোনো ভোটারের নাম যুক্ত করার বা কোনো দাবি জানানোর প্রয়োজন থাকে, তবে সেই সুযোগ রয়েছে।

মমতার কড়া হুঁশিয়ারি

উল্লেখযোগ্য যে, পশ্চিমবঙ্গেও SIR প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা নিয়ে আগেই তীব্র প্রতিবাদ ও আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে বিতর্ক ওঠার পর, এবার দেশজুড়ে SIR-এর সিদ্ধান্ত ঘোষণার ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই বিষয়টি অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Editor001
  • Editor001