‘যদি ধর্মান্তরিত না হতে চায়, তবে বিষ দিন’, দশেরার মঞ্চে ‘লাভ জিহাদ’ নিয়ে ভয়ঙ্কর মন্তব্য বিজেপি বিধায়ক টি. রাজা সিং-এর

লাভ জিহাদ’-এর (Love Jihad) নামে ফের চরম ঘৃণা ছড়ানোর অভিযোগ উঠল বিজেপি বিধায়ক টি. রাজা সিং-এর (T Raja Singh) বিরুদ্ধে। মধ্যপ্রদেশে দশেরা উপলক্ষে আয়োজিত এক জনসভায় তাঁর করা মন্তব্য এখন দেশের রাজনীতিতে শোরগোল ফেলেছে। বিরোধী রাজনৈতিক শিবির তাঁর মন্তব্যকে উস্কানিমূলক এবং ন্যক্কারজনক বলে তীব্র নিন্দা করেছে।

‘যদি না ফেরে, তবে তাকে বিষ খাওয়াও’: বিতর্কিত মন্তব্য
হায়দরাবাদের গোশামহল কেন্দ্রের বিধায়ক টি. রাজা সিং সম্প্রতি মধ্যপ্রদেশে দশেরা উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার সময় এই বিতর্কিত মন্তব্য করেন। সম্প্রতি সেই সভার ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁকে বলতে শোনা যায়:

“যদি কোনও হিন্দু মেয়ে লাভ জিহাদের ফাঁদে পড়ে এবং ধর্মান্তরিত হতে না চায়, তাহলে তাকে বিষ দিন!”

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সভার মঞ্চে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠছে এবং সেই মঞ্চেই ১ হাজার ১০০ যুবককে ‘হিন্দু যুব বাহিনী’তে দীক্ষিত করা হয়। তাঁদের হাতে প্রতীকী তরোয়াল তুলে দেওয়ার সময়ই রাজা সিং এই চরম উস্কানিমূলক মন্তব্য করেন: “যদি তোমার মেয়ে লাভ জিহাদের ফাঁদে পড়ে, তাকে ফিরিয়ে আনো। যদি না ফেরে, তবে তাকে বিষ খাওয়াও।” এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই রাজা সিংয়ের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

বিতর্কের পুরোনো ইতিহাস: ফেসবুকের ‘বিপজ্জনক ব্যক্তি’
টি. রাজা সিং-এর বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। অতীতে বহুবার সংখ্যালঘু সম্প্রদায় এবং ধর্মীয় নেতা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

বারবার বরখাস্ত: ২০২২ সালের অগস্ট মাসে হজরত মহম্মদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার পর তাঁকে গ্রেফতার করেছিল হায়দরাবাদ পুলিশ। সে সময় বিজেপি তাঁকে দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। তবে কয়েক মাসের মধ্যেই সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে: গত বছর গোয়া সফরে গিয়ে তিনি খ্রিস্টান সম্প্রদায়কেও ‘লাভ জিহাদের’ বিরুদ্ধে হিন্দুদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ফেসবুক নিষেধাজ্ঞা: ২০২০ সালে ঘৃণা ও হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ফেসবুক কর্তৃপক্ষ রাজা সিংকে ‘বিপজ্জনক ব্যক্তি’ আখ্যা দিয়ে তাঁকে স্থায়ীভাবে তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করে।

২০১৪ সালে তেলেঙ্গানা রাজ্য গঠনের পর থেকে টানা তিনবার গোশামহল কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন টি. রাজা সিং। তবে বিজেপি নেতৃত্বের সঙ্গেও তাঁর দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। চলতি বছর জুনে রাজ্য সভাপতি পদে এন. রামচন্দর রাও নিযুক্ত হওয়ার পর তিনি দল ছাড়েন এবং প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

Editor001
  • Editor001