উত্তরবঙ্গে হাহাকার! বন্যা-ধসে মৃতের সংখ্যা ২৩, জলঢাকা নদীর মাঝে আটকে পড়া হাতির দলকে বাঁচাল বন দফতর

একটানা বৃষ্টির জেরে বন্যা এবং ধসে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দার্জিলিং, মিরিক এবং কালিম্পং মিলিয়ে এই বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ১৮ জন মানুষ। এছাড়া নাগরাকাটায় নিহত হয়েছেন আরও ৫ জন। বন্যা এবং ধসের জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে ধ্বংসলীলা।
বিপদে বন্যপ্রাণীরাও
মানুষের পাশাপাশি এই বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যপ্রাণীরাও। জলঢাকা নদীতে জল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় একটি হাতির দল মাঝ নদীতে আটকে পড়েছিল। ছোট-বড় বহু হস্তি ও তাদের শাবকরা জীবন সঙ্কটে পড়ে গেলে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দফতর।
বনকর্মীদের নিরলস প্রচেষ্টার পর অবশেষে আটকে পড়া হাতি এবং হস্তিশাবকদের দলটিকে নদী থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বর্তমানে দার্জিলিং, মিরিক এবং কালিম্পং-এর মতো ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণের কাজ পুরোদমে চলছে।