অকাল তুষারপাতে বিপর্যস্ত লাহৌল! সড়ক অবরুদ্ধ, চলছে তেলের ট্যাঙ্কার, কেন গাড়ি নিয়ে যেতে চাইছেন না পর্যটকরা?

অক্টোবর মাসের শুরুতেই সাদা বরফের চাদরে ঢেকে গেল হিমাচল প্রদেশের উঁচু পাহাড়ি অঞ্চল। আকস্মিক এই তুষারপাতে (Lahaul Valley Snowfall) কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে লাহৌল-স্পিতি জেলার একাধিক রাস্তাঘাট। আবহাওয়া দফতর আগেই তুষারপাতের সতর্কতা জারি করেছিল, আর সেই পূর্বাভাস মতোই মানালি সংলগ্ন রোহতাং পাস এবং অটল টানেলেও চলছে টানা তুষারপাত।

পর্যটকদের ভিড়, কিন্তু দুর্ভোগও
লাহৌল-স্পিতি ছাড়াও কুরফি, ফাগু, নারকোন্ডা-র মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিও বরফের সাদা আস্তরণে ঢেকে গিয়েছে। এই সময়ে তুষারপাত হবে, এমনটা না ভাবায় অনেক পর্যটকদের জন্য এটি আনন্দের সারপ্রাইজ হলেও, এর ফলে দুর্ভোগও সৃষ্টি হয়েছে। বরফ পড়ার পর থেকেই এলাকায় জাঁকিয়ে শীতের আমেজ শুরু হয়েছে। গত দু’দিন ধরে কুল্লু-মানালির বিভিন্ন নিচু এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় পারদ নেমেছে স্বাভাবিকের নিচে।

সড়কপথে সমস্যা ও প্রশাসনের পদক্ষেপ
অবিরাম তুষারপাতের কারণে কিছু রাস্তা বন্ধ থাকলেও, প্রশাসন আপাতত মানালি থেকে রোহতাং পাস হয়ে যাতায়াতকারী তেলের ট্যাঙ্কারগুলিকে যেতে দেওয়ার ব্যবস্থা করেছে। তবে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ায় অনেকেই গাড়ি নিয়ে বরফের দিকে, বিশেষত নাথুলার দিকে, যেতে চাইছেন না।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তুষারপাত চলতে থাকবে, যার ফলে এই অকাল ঠান্ডা আরও কিছুদিন স্থায়ী হবে।

Editor001
  • Editor001