ক্লান্তি ভোলার বার্তা! কোজাগরী লক্ষ্মী পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন গান, সঙ্গে কী লিখলেন মুখ্যমন্ত্রী?

কোজাগরী লক্ষ্মী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের এই বিশেষ দিনে সকলকে চমকে দিয়ে তিনি তাঁর নিজের লেখা ও সুরে একটি নতুন গান ভাগ করে নিলেন সমাজমাধ্যমে।

সোমবার সকালে ‘এক্স’ (পূর্বের টুইটার) প্ল্যাটফর্মে মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লেখেন:

“আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান, আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।”

এই আবেগঘন বার্তাটির সঙ্গেই তিনি তাঁর অনুরাগীদের জন্য শেয়ার করেন সেই বিশেষ গানটি। মুখ্যমন্ত্রী জানান, এই গানটি তাঁর লেখা এবং সুর করা, যা গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

বাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই উৎসবে মুখ্যমন্ত্রী তাঁর সৃজনশীলতার মাধ্যমে সকলকে এক ভিন্ন বার্তা দিলেন। এই গানের মধ্য দিয়ে তিনি যেন রাজ্যের প্রতিটি মানুষের জীবনে ক্লান্তি ভুলিয়ে এগিয়ে যাওয়ার এবং জীবনের জয়গান গাওয়ার আহ্বান জানালেন। কোজাগরী লক্ষ্মী পুজোয় মুখ্যমন্ত্রীর এই উপহার রীতিমতো সাড়া ফেলেছে নেটপাড়ায়।