উত্তরবঙ্গে জুতো খেলেন শঙ্কর ঘোষ, রক্তাক্ত খগেন মুর্মু, বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় বিস্ফোরক মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন

ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গ পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে একই সময়ে বন্যা কবলিত এলাকায় পাড়ি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, বিধায়ক শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মুও। আর সেখানেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা—নগরকাটায় স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন বিজেপি নেতারা।

বন্যা কবলিত এলাকায় পৌঁছতেই শঙ্কর ঘোষের গাড়ির দিকে জুতো ছুড়তে শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন গাড়ির কাচ ভেঙে ফেলা হলে বিজেপি নেতা খগেন মুর্মু মাথায় গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত হন। তাঁকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

উদয়ন গুহের বিস্ফোরক মন্তব্য
এই হামলার ঘটনায় এবার মুখ খুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর মন্তব্য এই ঘটনায় নতুন করে রাজনৈতিক আগুন জ্বালিয়ে দিয়েছে। তিনি বলেন:

“বিজেপি মানুষের পাশে দাঁড়ানোর জন্য নয়, তারা উস্কানি দিতে এসেছিল। মমতা দিদিকে দেখে মানুষকে তার বিরুদ্ধে ভড়কে দিতে গিয়েই জুতো খেয়েছে শঙ্কর আর খগেন। এটা তাদের নিজেদের কর্মফল।”

গুহ আরও বলেন, “রাজ্য সরকার দুর্গতদের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু বিজেপিরা শুধু রাজনীতি করে।”

ঘটনার সূত্রপাত কোথায়?
নগরকাটায় বিজেপি দল যখন ত্রাণ বিতরণ করতে পৌঁছয়, তখনই ঘটনার সূত্রপাত হয়। স্থানীয়দের মতে, বিজেপি নেতারা বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনের চেয়ে বরং রাজনৈতিক বক্তব্য দিয়ে মমতা সরকারের সমালোচনা করছিলেন। হঠাৎই উত্তেজিত হয়ে ওঠা স্থানীয়রা শঙ্কর ঘোষের গাড়ির দিকে জুতো ছুড়তে শুরু করেন। গাড়ির কাচ ভাঙার পর পুলিশ উপস্থিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগরকাটা, দার্জিলিং এবং জলপাইগুড়ির বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। বন্যায় নিহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি এবং পরিবারের একজন করে হোমগার্ডের চাকরি দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।