উপাচার্য নিয়োগে কাটল রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ের জট! সুপ্রিম কোর্টের নির্দেশে এবার কারা বসছেন কলকাতা-যাদবপুরের শীর্ষে?

দীর্ঘদিন ধরে চলা উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা এবার আংশিকভাবে কাটল রাজ্যের আটটি বড় বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়-সহ মোট আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে জটিলতা আপাতত দূর হলো।
সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি ছিল।
ইউইউ ললিতের তালিকা মেনে নিয়োগ
সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাক্তন প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন সিলেকশন কমিটি উপাচার্যদের নামের একটি তালিকা সর্বোচ্চ আদালতে জমা দিয়েছিল। সেই তালিকা নিয়েই জটিলতা তৈরি হয়।
জানা গেছে, জমা দেওয়া তালিকার বেশ কিছু নামে আচার্য এবং মুখ্যমন্ত্রীর তরফে আপত্তি ছিল। তবে আদালত নির্দেশ দিয়েছে, যে সব নামে কোনও পক্ষের আপত্তি নেই, সেই তালিকা মেনে বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করা হোক। এর ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জটিলতা কাটল।
এই নির্দেশের পরই বিশ্ববিদ্যালয়গুলিতে দ্রুত উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে, যার ফলে রাজ্যের উচ্চশিক্ষায় দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা কিছুটা হলেও দূর হবে।
এ মামলার পরবর্তী শুনানি ইন চেম্বার হবে বলে জানিয়েছেন বিচারপতিরা।