পাটনায় শেষ হলো দীর্ঘ প্রতীক্ষা, মেট্রো রেলের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, যানজটমুক্ত হবে শহর?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পাটনা শহরের নাগরিকরা অবশেষে মেট্রো রেলের সুবিধা পেতে শুরু করলেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার পাটনা মেট্রো রেল প্রকল্পের অগ্রাধিকার করিডরের ৩.৬ কিলোমিটার দীর্ঘ উড়ালপথের প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন। এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে পাটনার পরিবহণ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হলো।
ব্লু লাইনে যাত্রা শুরু
উদ্বোধিত এই অংশটি পাটনা মেট্রোর ব্লু লাইনের অন্তর্গত। এই রুটটি ইন্টার-স্টেট বাস টার্মিনাল (ISBT) থেকে ভূতনাথ স্টেশন পর্যন্ত চলবে। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রায় ১৩,৩৬৫ কোটি টাকার এই পাটনা মেট্রো রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি সভাপতির উচ্ছ্বাস ও কটাক্ষ
দিনের শুরুতেই বিহার বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আজকের দিনটি পাটনার ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এতদিন মেট্রো দেখতে কলকাতা বা দিল্লি যেতে হতো। এখন পাটনার নাগরিকরা নিজেদের শহরেই এই সুবিধা পাবেন।” তিনি আশা প্রকাশ করেন, এতে যানজটের সমস্যা অনেকটা কমবে এবং পরিবেশেরও বিশেষ উপকার হবে।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে জয়সওয়াল আরও বলেন, “বিরোধীরা এখন আর উন্নয়ন নিয়ে কথা বলে না। এনডিএ সরকার জনগণের সব প্রয়োজনীয়তা পূরণ করেছে। তাহলে বিরোধীরা কি উন্নয়ন ও মৌলিক পরিকাঠামোর ভিত্তিতে ভোট চায় না?”
জেডিইউ নেতা রাজীব রঞ্জন প্রসাদও এই প্রকল্পকে ‘বড় সিদ্ধান্তের দৃষ্টান্ত’ হিসেবে প্রশংসা করেছেন। তিনি বলেন, “নীতীশ কুমারের নেতৃত্বে রাজ্যের জন্য একের পর এক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।”
পাটনা মেট্রো চালু হওয়ার মাধ্যমে শুধু শহরের পরিবহণ ব্যবস্থায় গতি আসবে না, বরং অর্থনৈতিক কর্মকাণ্ড, পরিবেশগত সুবিধা ও নাগরিক জীবনের মানও উন্নত হবে বলে আশা করছে প্রশাসন।