‘সন্ত্রাস বন্ধ করো’, ভারতীয় সেনাপ্রধানের হুঙ্কারে ভীত পাকিস্তান! পাক প্রতিরক্ষামন্ত্রীর ‘আলটপকা’ হুমকি!

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কড়া সতর্কবার্তা নিয়ে পাল্টা মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারত যদি সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে আরও বড় সামরিক অভিযানের মুখে পড়বে বলে সেনাপ্রধানের হুঙ্কারের জবাবে আসিফ হুমকি দিয়েছেন, “ভারতকে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা দেওয়া হবে।”
তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই মন্তব্যকে ‘মুখে জেতার’ একটি ব্যর্থ চেষ্টা বলে মনে করছেন। কারণ, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের ৩০০ কিলোমিটার ভিতরে ঢুকে বহু জঙ্গিকে নিকেশ করেছিল।
উস্কানিমূলক মন্তব্য ও ‘৬-০’ স্কোরের দাবি
আসিফের দাবি, ভারতের স্থলসেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর মন্তব্য উস্কানিমূলক। তাঁর কথায়, “ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য আসলে কলঙ্কিত খ্যাতি পুনরুদ্ধারের একটি ব্যর্থ প্রচেষ্টা।” তিনি আরও দাবি করেন, “৬-০ স্কোরের এত চূড়ান্ত পরাজয়ের পর, যদি তারা আবার চেষ্টা করে, তাহলে তার ফলাফল ঈশ্বরের ইচ্ছায় আগের চেয়ে অনেক ভালো হবে।”
যদিও আসিফ কেন ‘৬-০’ স্কোরের উল্লেখ করলেন, তা স্পষ্ট নয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, এটি সম্ভবত ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের সেই পুরনো অসার দাবির ইঙ্গিত, যেখানে তারা বলেছিল যে তারা ৬টি রাফাল বিমান ভূপতিত করেছে। পাকিস্তানের সেই দাবির পক্ষে কোনও প্রমাণ না থাকায় এই ধরনের মন্তব্যকে নিছকই দেশের আম জনতাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে।
দ্বিবেদীর কড়া বার্তা ও পাকিস্তানের চাপ
ভারতীয় স্থলসেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি সাফ জানিয়েছিলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করে, তবে এর পরের অপারেশনে কাউকে রেয়াত করা হবে না। তিনি স্পষ্ট করে দেন, ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানের সাধারণ মানুষকে নিরাপদে রাখা, কিন্তু পরেরবার আরও বড় অপারেশন হবে।
কূটনীতিবিদদের দাবি, সেনাপ্রধানের এই সরাসরি সতর্কবার্তায় পাকিস্তান বেজায় চাপে পড়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর পর তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত শেষ হয়ে যাওয়ায় শেহবাজ শরিফের দেশ চিন্তিত। সেই সামরিক ক্ষতিকে চাপা দিতেই এখন সে দেশের নেতারা ভারতের বিরুদ্ধে মুখে বড় বড় কথা বলছেন।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার জবাবে ৭ মে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল।