এভারেস্টে ভয়াবহ তুষারধস, গ্রামবাসীরা বাঁচালেন ৩৫০ জন পর্বতারোহীকে

মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে তিব্বতের হিমালয় অঞ্চলে আচমকা ভয়াবহ তুষারধসে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন কয়েকশো ট্রেকার। ভয়াবহ তুষারপাত ও ঝোড়ো হাওয়ার কবলে হিমালয়ের কর্মা উপত্যকায় কয়েক ঘণ্টা ধরে আটকে ছিলেন তাঁরা। অবশেষে, স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকারী দলের দ্রুত তৎপরতায় ৩৫০ জন ট্রেকারকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
চিনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বাকি প্রায় ২০০ জন ট্রেকারের সঙ্গেও যোগাযোগ করা গেছে।
চিনের জাতীয় দিবসের ছুটির সময় কয়েকশো ট্রেকার কর্মা উপত্যকার পথে ট্রেকিংয়ে বেরিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত শনিবার পর্যন্ত চলে। উপত্যকার গড় উচ্চতা প্রায় ৪,২০০ মিটার হওয়ায় এই অঞ্চলে ঠান্ডা ও আর্দ্রতার তীব্রতায় হাইপোথার্মিয়ার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল।
ট্রেকার এরিক ওয়েন জানান, “প্রতিদিন বৃষ্টি ও তুষারপাত হচ্ছিল, তাঁবুগুলো তুষারে চাপা পড়ছিল। প্রতি ১০ মিনিট অন্তর পরিষ্কার না করলে তাঁবুগুলো ভেঙে যেত।” তাঁর দলের তিনজন সদস্য ঠান্ডায় অসুস্থ হয়ে পড়লেও, গরম পোশাকের সাহায্যে শেষ পর্যন্ত সবাই বেঁচে যান।
গ্রামবাসীর বীরত্বে জীবন রক্ষা
এই চরম পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও কয়েকশো গ্রামবাসী হাত লাগান। তাঁরা তুষার সরিয়ে পথ পরিষ্কার করতে এগিয়ে আসেন। জিমু নিউজ জানিয়েছে, রবিবার পর্যন্ত প্রায় ৩৫০ জন ট্রেকারকে উদ্ধার করে নিরাপদে কুদাং শহরে পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় গ্রামবাসীর বীরত্ব ও দ্রুত সহায়তাতেই এতগুলি জীবন বাঁচানো সম্ভব হয়েছে।