ভারত-পাক ম্যাচে বাজল ‘সার্জিকাল স্ট্রাইক’-এর সুর! মহিলাদের জয়ের পরই অমিত শাহের এক টুইটে তোলপাড় ক্রিকেট দুনিয়া

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ এখন কেবল ২২ গজের লড়াই নয়; এর সঙ্গে মিশে গেছে জাতীয় আবেগ, কূটনীতি এবং রাজনৈতিক বার্তা। রবিবার মহিলাদের বিশ্বকাপে (ICC Womens World Cup) পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে ‘উইমেন ইন ব্লু’ (India) আবারও দেখিয়ে দিল যে জয়ের মঞ্চে নারীরাও পিছিয়ে নেই। আর এই জয়ের পরই উঠে এল ‘সার্জিকাল স্ট্রাইক’র ছায়া।
আলোচনার কেন্দ্রে অমিত শাহের ‘পারফেক্ট স্ট্রাইক’ টুইট
ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২৪৮ রান তোলে এবং জবাবে পাকিস্তানকে মাত্র ১৫৯ রানে গুটিয়ে দিয়ে ৮৮ রানে জয় লাভ করে। এই বড় জয়ের পরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। তিনি লেখেন:
“একটা পারফেক্ট স্ট্রাইক। মহিলাদের বিশ্বকাপে আমাদের মহিলা ক্রিকেট দল আরও এক বার দাপট দেখাল। দেশ তোমাদের নিয়ে গর্বিত।”
এই বার্তায় কোথাও ‘পাকিস্তান’ শব্দটি ব্যবহার করা হয়নি। কিন্তু যাঁরা ভারত-পাক কূটনৈতিক ইতিহাসে চোখ রাখেন, তাঁদের কাছে ‘পারফেক্ট স্ট্রাইক’ শব্দবন্ধটি স্পষ্টতই এক রাজনৈতিক বার্তা বহন করছে। ২০১৬ সালের উরি হামলার পর ভারতের ‘সার্জিকাল স্ট্রাইক’ অভিযানের সময় থেকেই সেনা অভিযানকে ঘিরে বারবার এই ধরণের শব্দ ব্যবহৃত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সূক্ষ্মভাবে সেই সুরই এবার ক্রিকেটের ময়দানে বাজালেন।
হ্যান্ডশেক নিয়েও তৈরি হলো বিতর্ক
প্রসঙ্গত, ভারতের জয়ের পর অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টুইটে সরাসরি ‘অপারেশন সিঁদুর’-এর উল্লেখ করেছিলেন। এবার সেই ধারাবাহিকতা বজায় রাখলেন অমিত শাহ।
ক্রিকেট ম্যাচ শেষ হলেও হরমনপ্রীতদের ম্যাচে উত্তাপ তখনও জারি ছিল। দেখা যায়, টসের সময় পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানা-র সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচ শেষে হ্যান্ডশেকের প্রচলিত রীতিও ছিল অনুপস্থিত। পুরুষদের ভারত-পাক ম্যাচেও এমনটা দেখা গিয়েছিল, যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।
সব মিলিয়ে, হরমনপ্রীতদের এই জয় কেবল স্কোরবোর্ডের ব্যবধানই বাড়াল না (১২-০), বরং আন্তর্জাতিক মঞ্চে ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতার আড়ালে থাকা গভীর রাজনৈতিক সংবেদনশীলতাও স্পষ্ট করে দিল।