‘প্রাণ নেওয়ার জন্য ওষুধ নয়!’ কফ সিরাপ কাণ্ডে FIR-এর পরই নড়েচড়ে বসল MP সরকার, সমস্ত ওষুধ কোম্পানিকে কড়া হুঁশিয়ারি!

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় কফ সিরাপ খেয়ে শিশুদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এরই মাঝে এই ঘটনা নিয়ে কঠোর অবস্থান জানাল শিবরাজ সিং চৌহান সরকার। বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই পুরো বিষয়টিকে সরকার এবং মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন।

কোম্পানি ও আধিকারিকদের বিরুদ্ধে FIR:
বিধায়ক রামেশ্বর শর্মা জানান, সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তিনি বলেন, “আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। কোম্পানির বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এর পাশাপাশি, কিছু সরকারি আধিকারিক ও কর্মচারীর বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির জন্য এফআইআর করা হয়েছে।”

সমস্ত ওষুধ কোম্পানিকে কঠোর হুঁশিয়ারি:
ছিঁদওয়াড়ার এই মর্মান্তিক ঘটনার পর রাজ্য সরকার সমস্ত ওষুধ কোম্পানিকে চূড়ান্ত সতর্কতা জারি করেছে। বিধায়ক শর্মা কঠোর ভাষায় বলেন, “ওষুধ তৈরি হয় মানুষকে বাঁচানোর জন্য, প্রাণ কেড়ে নেওয়ার জন্য নয়। যে কোম্পানিই ভুল ওষুধ তৈরি করছে, তারা কান খুলে শুনে নিক— মধ্যপ্রদেশ রাজ্যে এমন ওষুধের কোনও স্থান নেই।”

তিনি আশ্বাস দেন, সরকার দ্রুত তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দোষী কোম্পানিগুলোর বিরুদ্ধে এফআইআর-সহ কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে। রামেশ্বর শর্মা রাজ্যের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সরকারের প্রতিশ্রুতিবদ্ধতা পুনর্ব্যক্ত করে বলেন, “যারা দোষী, তাদের কোনো অবস্থাতেই ছাড়া হবে না।”