কাঞ্চনকন্যা-মহানন্দা ঘুরপথে, ৩টি ট্রেন বাতিল! কলকাতায় ফেরার যাত্রীদের জন্য উত্তরবঙ্গ পরিবহণ নিগমের ভরসা

টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ ও সিকিমে নামা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত এক শিশুসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। এই বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই যাত্রীদের দুর্ভোগ কমাতে উত্তরবঙ্গ পরিবহণ রাজ্য পরিবহণ নিগম (NBSTC) একটি বড় উদ্যোগ নিয়েছে।

পরিবহণ নিগমের বিশেষ ব্যবস্থা:

উত্তরবঙ্গ পরিবহণ রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, রেল পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের কলকাতায় পৌঁছানোর সুবিধার্থে ইতিমধ্যেই ৬টি বাস জলপাইগুড়ি এবং শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা হওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।

বিপর্যয়ের কারণে রেলের অবস্থা:

টানা বৃষ্টির জেরে উত্তর-পূর্ব সীমান্ত রেল একাধিক ট্রেন বাতিল করেছে এবং রুট পরিবর্তন করেছে:

বাতিল ট্রেন: শিলিগুড়ি-ধুবড়ি ডেমু, এনজেপি-আলিপুরদুয়ার পর্যটক স্পেশ্যাল এবং শিলিগুড়ি-বামনহাট এক্সপ্রেস।

ঘুরপথে চলাচল: শিয়ালদহ-আলিপুরদুয়ার এক্সপ্রেস, সিকিম-মহানন্দা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং মহানন্দা এক্সপ্রেসের মতো ট্রেনগুলি এখন নিউ কোচবিহার দিয়ে ঘুরিয়ে চালানো হচ্ছে। কামাখ্যা-ডঃ আম্বেদকর নগর সাপ্তাহিক এক্সপ্রেসও ঘুরপথে চালানো হবে।

এদিকে, এই বিপর্যয়কর পরিস্থিতি দেখতে এবং ত্রাণকার্য তদারকি করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামিকাল শিলিগুড়ি রওনা হচ্ছেন।