নিম্নচাপের জেরে কলকাতা-হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি, লক্ষ্মীপুজোর পর আবহাওয়ার মেজাজ কেমন থাকবে?

নিম্নচাপের প্রভাবে শনিবার সকাল থেকে আকাশ ভার ছিল দক্ষিণবঙ্গের। কলকাতা, হাওড়া সহ একাধিক জেলায় হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, যা উৎসবের মরসুমে চিন্তার ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের কপালে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও আকাশ পরিষ্কার হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশার উপর অবস্থান করা নিম্নচাপটি বর্তমানে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্রিশগড়ের উপর অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য কমবে। শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
তবে বিপদ বাড়ছে উত্তরবঙ্গে। সেখানে প্রবল বৃষ্টির জন্য জারি হয়েছে লাল সতর্কতা (Red Alert)। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছে আবহাওয়া দফতর। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা (Orange Alert)। মালদহ ও দক্ষিণ দিনাজুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow Alert) জারি রয়েছে। মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। যদিও ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। সব মিলিয়ে, আগামী বুধবার থেকে রাজ্যের সব অংশেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।