ত্রিশত রানের লিড! রাহুলের সেঞ্চুরি, জুরেলের শতরানের পর এবার জাদেজার জাদু, ফলো-অন বাঁচাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ?

নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচে পুরোপুরি চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ক্যারিবিয়ানরা, কিন্তু প্রথম থেকেই ভারতীয় বোলারদের দাপটে তারা কার্যত কোণঠাসা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেট হারিয়ে ৮৯ রান, যা ভারতের বিশাল লিডের তুলনায় নিতান্তই নগণ্য।
প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ের সামনে কার্যত গুঁড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সিরাজ একাই নেন ৪ উইকেট, সঙ্গে জসপ্রীত বুমরা নেন ৩টি এবং কুলদীপ যাদবের ঝুলিতে যায় ২ উইকেট। ফলে মাত্র ১৬২ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে রীতিমতো রানের পাহাড় গড়ে তোলে ভারত। ওপেনার যশস্বী জয়সওয়াল (৩৬) ও শুভমান গিলের (৫০) গুরুত্বপূর্ণ শুরুর পর, মাঝের সারিতে আসে তিন তিনটি শতরান। কে এল রাহুল (১০০), তরুণ প্রতিভা ধ্রুভ জুরেল (১২৫) এবং রবীন্দ্র জাদেজার অপরাজিত ১০৪ রান—এই ত্রিমুখী সেঞ্চুরির দাপটে ভারত ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। প্রথম ইনিংসে ভারত লিড পায় ২৮৬ রানের।
২৮৬ রানের বোঝা মাথায় নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নেমেও ফের বিপর্যয়ের মুখে পড়ে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন তাদের ব্যাটাররা। ওপেনার জন ক্যাম্পবেল (১৪), ট্যাগনারাইন চন্দ্রপল (৮), ব্র্যান্ডন কিং (৫) এবং অধিনায়ক রোস্টন চেজ (১)—শীর্ষসারির কেউই দাঁড়াতে পারেননি।
এই ইনিংসে স্পিন আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন রবীন্দ্র জাদেজা, যিনি ইতোমধ্যেই ৩টি মূল্যবান উইকেট তুলে নিয়েছেন। মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব পেয়েছেন ১টি করে উইকেট। অ্যালেক অ্যাথানেজে (৩৮) এবং জাস্টিন গ্রিভস (২২) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, ভারতের জয় এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। ভারতের হাতে এখনো ২৩০-এরও বেশি রানের লিড রয়েছে।