পুজোয় ঠাকুর দেখতে ডেকেই ভয়াবহ কাণ্ড! জনশূন্য ইটভাটায় টেনে নিয়ে ১৪ বছরের কিশোরীকে গণধর্ষণ, কাঁপছে বহরমপুর

পুজো উপলক্ষে ঠাকুর দেখতে যাওয়ার নাম করে ১৪ বছরের এক কিশোরীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল বহরমপুরের সাটুইয়ে। এই ন্যক্কারজনক ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে ওই কিশোরীকে তার পূর্ব পরিচিত এক যুবক ঠাকুর দেখতে যাওয়ার জন্য ডাকে। অভিযোগ, যুবকটি তাকে পুজো মণ্ডপে না নিয়ে গিয়ে স্থানীয় একটি জনমানবহীন ইটভাটায় নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয় এবং এই কাজে আরও দুজন তাকে সহযোগিতা করে বলে অভিযোগ।
ঘটনার পর কিশোরীটি বাড়ি ফিরে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর বুধবার পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ। বুধবার রাতেই অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের বৃহস্পতিবার জেলার একটি বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে, নাবালিকার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ঘটনার তদন্ত চলছে।
পুজোর আবহে এমন একটি নারকীয় ঘটনা প্রকাশ্যে আসায় বহরমপুরজুড়ে নিরাপত্তা ও নারী সুরক্ষার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।