লজ্জা জনক কান্ড, ভাঙা হল মহাত্মা গান্ধীর মূর্তি, ‘স্ট্য়াটু’-তে মাখানো হলো কালি

মহাত্মা গান্ধীর জন্ম শতবার্ষিকীর (Gandhi Jayanti) মাত্র কয়েক দিন আগে, লন্ডনে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে নির্লজ্জ ভাঙচুরের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। লন্ডনের টেভিসস্টক স্কোয়ারে (Tavistock Square) এই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে।
ভারতীয় হাই কমিশনের (Indian High Commission) তরফে অবিলম্বে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকও (Ministry of External Affairs) এই ঘটনাকে ‘অত্যন্ত লজ্জাজনক ও অসম্মানজনক’ বলে কড়া মন্তব্য করেছে।
প্রতিবাদে গর্জে উঠল বিদেশ মন্ত্রক:
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “টেভিসস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তিতে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, ভারত সরকার তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।” তাদের মতে, আগামী ২ অক্টোবর গান্ধীজির জন্মবার্ষিকী পালনের আগেই এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ভারতীয় হাই কমিশনের মাধ্যমে লন্ডন কর্তৃপক্ষের কাছে জোরদার আবেদন জানিয়েছে দিল্লি।
#BREAKING: Mahatma Gandhi statue vandalised two days ago in London, UK by Khalistani extremists at Tavistock square.
Indian High Commission says it “is deeply saddened and strongly condemns the shameful act of vandalism of the statue of Mahatma Gandhi at Tavistock Square in… pic.twitter.com/duLtO9IufR
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 30, 2025
বিশ্বশান্তি ও অহিংসার প্রবক্তা মহাত্মা গান্ধীর মূর্তিতে এমন আক্রমণ কেবল একটি মূর্তির ওপর হামলা নয়, বরং সেই আদর্শের প্রতিই সরাসরি আঘাত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এই ঘটনা কূটনৈতিক স্তরেও আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে।