“সেনা নামিয়েও থামানো গেল না বিক্ষোভ!”-PoK-তে জনতা বনাম সরকার,অনির্দিষ্টকালের বন্ধের ডাক!
September 29, 2025

পাকিস্তানের শেহবাজ শরিফ সরকারের নীতির বিরুদ্ধে এবার সরাসরি পথে নামল পাক অধিকৃত কাশ্মীরের (PoK) জনতা। সেখানকার নাগরিক সংগঠনগুলি দ্বারা গঠিত ‘আওয়ামি অ্যাকশন কমিটি’র (AAC) নেতৃত্বে এই ব্যাপক বিক্ষোভ চলছে। কমিটি সেখানে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছে।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে, বিক্ষোভ সামাল দিতে প্রশাসনকে এলাকায় সেনা নামাতে হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনধারণের ব্যয়ের বিরুদ্ধে সেখানকার মানুষ দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন।
সেই ক্ষোভই এখন গণআন্দোলনের রূপ নিয়েছে। সরকারের কড়া পদক্ষেপ সত্ত্বেও, বন্ধের জেরে জনজীবন স্তব্ধ হয়ে যাওয়ায় PoK-এর বিস্তীর্ণ অঞ্চলে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে।