প্যারা আর্চারি বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস! বিশ্বসেরাকে হারিয়ে সোনা জিতলেন শীতলা দেবী

প্যারা তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে অভাবনীয় সাফল্য পেলেন ভারতের শীতলা দেবী (Sheetal Devi)। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তুরস্কের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন আঠারো বছর বয়সী এই তরুণী।
মহিলাদের কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগে বিশ্বের এক নম্বর ওজনুর কিউর গির্দিকে ১৪৬-১৪৩ ব্যবধানে হারিয়ে সোনার পদক জিতে নিলেন প্যারিস প্যারালিম্পিক্সে ব্রোঞ্জজয়ী শীতলা। এর আগে এই বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনি একটি রুপো ও একটি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এটিই ছিল তাঁর ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা জয়। শুধু ব্যক্তিগত ইভেন্টেই নয়, মহিলাদের দলগত ইভেন্টে রুপোর পদক এবং মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জও জিতেছেন শীতলা দেবী। যদিও মহিলাদের দলগত ইভেন্টের ফাইনালে তুরস্কের কাছে অল্পের জন্য হেরে যান তিনি ও তাঁর সঙ্গী সরিতা।
অধিনায়কত্বের চাপ! টি-টোয়েন্টিতে সূর্যকুমারের ব্যাটিং গড় নামল তলানিতে, বাড়ছে উদ্বেগ
ক্রীড়া ডেস্ক: একদিকে যখন ভারত-পাকিস্তান ফাইনালের উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিং ফর্ম নিয়ে বাড়ছে উদ্বেগ। গত বছর জুলাইয়ে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্বের ভার হাতে তুলে নেওয়ার পর থেকেই তাঁর ব্যাটে রান খরা।
সূর্যকুমারের ব্যাটিংয়ে বড়সড় পতন
অধিনায়ক হওয়ার পর থেকে সূর্যকুমার মোট ১৯ ইনিংসে মাত্র ৩২৯ রান করেছেন। এই সময়ে তাঁর ব্যাটিং গড় দাঁড়িয়েছে মাত্র ১৯.৩৫। যেখানে নেতৃত্ব পাওয়ার আগে তাঁর গড় ছিল ৪৩.৩৩। গত এক বছরে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র দুটি অর্ধশতরান, যার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে করা ৭৫ রানের ইনিংসটি উল্লেখযোগ্য।
পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যায়:
নেতৃত্ব পাওয়ার পর গড়: ১৯.৩৫ (মোট ১৯ ইনিংসে ৩২৯ রান)
নেতৃত্বের আগে গড়: ৪৩.৩৩
চলতি বছরে (১০ ইনিংসে): মাত্র ৯৯ রান, গড় ১৩-র কাছাকাছি।
চলতি এশিয়া কাপে (৫ ইনিংসে): ৭১ রান, স্ট্রাইক রেট ১০০।
চলতি এশিয়া কাপেও তাঁর পারফরম্যান্স আশানুরূপ নয়। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৪৭ রানই এই বছরে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ। অধিনায়কত্বের চাপেই কি এই ডানহাতি তারকা ব্যাটারের স্বাভাবিক খেলা বাধাপ্রাপ্ত হচ্ছে— এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে।