পুজোর মণ্ডপে অভিনেত্রী শ্রীতমা! অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে গান, ডুয়ার্সের বিষাদের উল্টো ছবি দামোদরপাড়ায়!

দুর্গাপূজা মানেই আনন্দ, মিলন আর উৎসব। তবে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দামোদরপাড়া অনাথ ও বৃদ্ধাশ্রমের দুর্গোৎসব যেন এক অন্য বার্তা নিয়ে আসে। এখানে কোনও নেতা, মন্ত্রী বা তারকা নন, দেবী আরাধনার শুভ সূচনা হয় আশ্রমের ছোট ছোট আবাসিক শিশুদের হাত ধরে!
শিশুরাই মানব রূপী দেব-দেবী
মহাষষ্ঠীর সকালে আশ্রম প্রাঙ্গণে এক অভিনব দৃশ্যের সৃষ্টি হয়। আশ্রমের আবাসিক শিশুরা নিজেরাই দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মানব রূপে সেজে ওঠে। তাদের হাত ধরেই পুজো অর্চনার মাধ্যমে শুরু হয় দুর্গোৎসবের শুভ যাত্রা। প্রতিবার এই ‘মানব পুজো’ দশমীর দিন হলেও, এই বছর তা ষষ্ঠীতে অনুষ্ঠিত হলো। উপস্থিত সকলের চোখে মুখেই ফুটে ওঠে আবেগ আর আনন্দের রেশ।
২৫ বছরের ঐতিহ্য ও তারকার উপস্থিতি
এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে এক বিশেষ মানবিক ইতিহাস। প্রায় ২৫ বছর আগে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নিজের উদ্যোগেই এই আশ্রমে পুজোর সূচনা করেছিলেন। আজও তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন এবং পুজোর দিনগুলোতে শিশুদের সঙ্গেই সময় কাটান।
এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা কামারহাটি পৌরসভার কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। তিনি অনাথ আশ্রমের বাচ্চাদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে বসে গান পরিবেশন করতেও দেখা যায়।
এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার এবং পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকের মতো স্থানীয় নেতৃত্ব এই আশ্রমে চলা অন্নদান কর্মসূচিতেও খাবার পরিবেশন করেন। এ যেন দেবী আরাধনার পাশাপাশি মানবিকতারও এক বিরল উদাহরণ। দুর্গোৎসবের আনন্দ এখানে ভালোবাস, স্নেহ আর সহমর্মিতার এক অনন্য সুরে মিলেমিশে যায়।