ষষ্ঠীতে স্বস্তির খবর, অষ্টমীর আগে কাটছে বৃষ্টির ভয়, তবে নবমীর রাত থেকে ফের আবহাওয়া বদলের ইঙ্গিত!

ষষ্ঠীর সকালে অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় বৃষ্টিতে ভাসার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আপাতত কিছুটা কমছে। সমুদ্রের ঘনাতে থাকা নিম্নচাপটি বাংলার উপকূল থেকে ক্রমশ দূরে সরে যাওয়ায় আগামী দু’দিন রাজ্যে ভারী বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্যবাসীকে কিছুটা অস্বস্তিতে ফেলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছেই।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ছত্তিশগড়ের উপর থাকা নিম্নচাপটি এখন পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ ছত্তিশগড় এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপর অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিদর্ভ অঞ্চলের উপর দিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বঙ্গের উপকূল থেকে এই নিম্নচাপ সরে যাচ্ছে, তবুও এর পরোক্ষ প্রভাবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

কোথায় কেমন বৃষ্টি? আজকের পূর্বাভাস
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (ষষ্ঠী) রাজ্যের কয়েকটি জায়গায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামের মতো উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল: আজ আকাশ মেঘলা থাকবে। দিনের বেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি (সর্বোচ্চ) এবং ২৭ ডিগ্রি (সর্বনিম্ন)-এর আশেপাশে।

দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার (সপ্তমী ও অষ্টমীর প্রথম ভাগ) দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, যা পুজোপ্রেমীদের জন্য বড় স্বস্তির খবর।

নবমীর রাত থেকে ফের আবহাওয়া বদল!
তবে, স্বস্তি কিন্তু বেশিদিনের নয়। নবমীর রাত থেকে ফের আবহাওয়ার পরিস্থিতিতে বদল ঘটার আশঙ্কা রয়েছে।

নতুন নিম্নচাপ: হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, নবমীর দিন (বুধবার) বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সতর্কতা: এর প্রভাবে বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

উত্তরবঙ্গ: উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চললেও, পয়লা অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মোটকথা, ষষ্ঠী এবং সপ্তমীতে (রবিবার ও সোমবার) নিম্নচাপের ভয় কেটে যাওয়ায় রাজ্যবাসী কিছুটা স্বস্তিতে পুজো উপভোগ করতে পারবেন। তবে অষ্টমীর পর থেকেই ফের আকাশের দিকে নজর রাখতে হবে।

Editor001
  • Editor001