পর পর দু’দিন ইডি দফতরে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ! কী কী নথি চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সামনে পর পর দু’দিন হাজিরা দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বৃহস্পতিবারের পর শুক্রবারও তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দপ্তরে দেখা যায়। তদন্তে পূর্ণ সহযোগিতা করার আদালতের নির্দেশ মেনেই তিনি হাজিরা দিয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গেছে, ইডি-র তদন্তকারীরা মন্ত্রী চন্দ্রনাথ সিংহের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চেয়েছেন। সেই নথিগুলি জমা দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন মন্ত্রী। তিনি তদন্তকারীদের আশ্বস্ত করেছেন যে, কালীপুজোর পরই তিনি সমস্ত নথিপত্র জমা দেবেন।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সংবাদমাধ্যমকে বলেন, “কিছু কাগজ চেয়েছে ওরা। পাঠিয়ে দেব। আর বলেছি, যখন খুশি ডাকবেন। ডাকলে সাত দিন সময় দেবেন। চলে আসব।” তিনি আরও দাবি করেন, আদালতের নির্দেশ মেনে তিনি তদন্তকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেছিলেন চন্দ্রনাথ সিংহ। ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালেও আদালত সেই আবেদন খারিজ করে দেয় এবং মন্ত্রীর আগাম জামিন মঞ্জুর করে। তবে তাঁকে শর্ত দেওয়া হয় যে, মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত তদন্ত চলাকালীন তিনি কলকাতা ও নিজের বিধানসভা কেন্দ্র ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না। এই নির্দেশ মেনেই তিনি পরপর দু’দিন ইডি দপ্তরে হাজিরা দিলেন।
শুক্রবারই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয়েছে, যদিও পুজোর আগে আপাতত জেল থেকে মুক্তি মিলছে না তাঁর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি রেকর্ড হওয়ার পরই তিনি জামিন পাবেন।
পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর হওয়া প্রসঙ্গে চন্দ্রনাথ সিংহ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “আশা করছি, খুব শীঘ্রই ছাড়া পাবে। মা দুর্গা আসছেন। অশুভ শক্তির পরাজয় হবে। আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হবে।”
মন্ত্রী চন্দ্রনাথ সিংহ নথি জমা দেওয়ার জন্য কালীপূজা পর্যন্ত সময় চাওয়ার পর, এই মামলা এবার কোন দিকে মোড় নেয়, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।