সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো বন্ধ হতে পারে? BJP- নেতার পোস্ট ঘিরে জল্পনা

‘রাম মন্দির’-এর পর এবার ‘অপারেশন সিঁদুর’ থিমে জম্মু ও কাশ্মীরের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলার প্রতিশোধের গল্প তুলে ধরে গোটা দেশকে স্যালুট জানাচ্ছে মধ্য কলকাতার অন্যতম বড় পুজো সন্তোষ মিত্র স্কোয়্যার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং গত শুক্রবার এই পুজোর উদ্বোধন করে গেছেন। উদ্বোধনের পর থেকেই মণ্ডপে জনজোয়ার শুরু হলেও, এরই মধ্যে এক বিস্ফোরক দাবি তুলে রাজনৈতিক শোরগোল ফেলে দিলেন পুজোর অন্যতম উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।
শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সজল ঘোষ সরাসরি অভিযোগ করেন, পুজো বন্ধ করার জন্য একটি “প্ল্যান চূড়ান্ত” করা হয়েছে। তিনি লেখেন, “পুজো বন্ধ করার প্ল্যান চূড়ান্ত। জনমতই একমাত্র পথ।” এরপরই একাধিক ভিডিও পোস্ট করে বিজেপি নেতার দাবি, পুলিশ ও রাজনৈতিক নেতারা চক্রান্ত করে এই জনপ্রিয় পুজো বন্ধের চেষ্টা চালাচ্ছেন।
কেন উঠছে পুজো বন্ধের অভিযোগ?
সজল ঘোষের অভিযোগের মূল কারণ, মণ্ডপের দিকে যাওয়ার পথে শিয়ালদহ স্টেশন চত্বর জুড়ে পুলিশের ব্যাপক ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যারিকেড। তাঁর বক্তব্য, এমনভাবে ব্যারিকেড করা হয়েছে যাতে দর্শনার্থীরা মণ্ডপে পৌঁছাতে না পারেন।
সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “পুরো এলাকা ব্যারিকেড করে দিয়েছে। সাংবাদিকরাও ঢুকতে পারছেন না। শিয়ালদহের কোনও জায়গা থেকে লোক আসতে পারছে না। যাঁরা ব্যারিকেড গলে বেরিয়ে আসছেন, তাঁরাই কেবল ঢুকতে পারছেন। ওরা বন্ধ করবে না, ওরা ফোর্স করবে, যাতে বন্ধ হয়ে যায়।”
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “যত্রতত্র পুলিশ ব্যারিকেড করে দিয়েছে… অলি গলিতে সর্বত্র ব্যারিকেড, এই পুলিশি জুলুমের মুখে কতক্ষণ পূজো চালাতে পারব জানিনা। আরও কিছু পুলিশি নোটিশ আসার অপেক্ষায় আছি। পাশে থাকুন। জনমত একমাত্র পথ।”
মণ্ডপে কী রয়েছে ‘অপারেশন সিঁদুর’?
প্রসঙ্গত, সন্তোষ মিত্র স্কোয়্যারের এই বছরের থিম ‘অপারেশন সিঁদুর’। মণ্ডপে পা রাখলেই দর্শনার্থীদের মনে পড়বে বছর কয়েক আগে পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে নৃশংস জঙ্গি হানায় ২৬ জন সাধারণ মানুষের মৃত্যুর সেই ঘটনা। সেই হামলার প্রতিশোধে ভারতীয় সেনাবাহিনীর ঐতিহাসিক ‘অপারেশন সিঁদুর’ অভিযানকেই এবার মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। AI ভিডিও-র মাধ্যমে সেই নৃশংস জঙ্গি হামলার ছবি এবং সেনাবাহিনীর প্রতিশোধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।
২০২৩ সালেও এই পুজোর থিম ছিল ‘রামমন্দির’, যা উদ্বোধন করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেনা-কে সম্মান জানিয়ে তৈরি এই থিম নিয়েই এখন তীব্র রাজনৈতিক উত্তেজনা এবং পুজো বন্ধের জল্পনা তৈরি হলো শহরে। এখন দেখার, জনজোয়ারের মুখে এই বিতর্কিত পরিস্থিতি কতদূর গড়ায়।