ভারতে নর্দমায় আটকে পড়া ‘পবিত্র’ গরুকে উদ্ধার, নেটদুনিয়া কাঁপাচ্ছেন অস্ট্রেলীয় যুবক!

ভারতে ঘুরতে এসে এক অভূতপূর্ব মানবিক কাজের জন্য নেটদুনিয়ায় এখন আলোচনার কেন্দ্রে এক অস্ট্রেলীয় পর্যটক। ডানকান ম্যাকনট নামের ওই ব্যক্তি সম্প্রতি একটি শুকনো নর্দমায় পড়ে যাওয়া একটি গরুকে সাহসের সঙ্গে উদ্ধার করে কেবল ভারতীয়দেরই নয়, বিশ্বজুড়ে মানুষের হৃদয় জয় করেছেন। তাঁর এই মানবিক প্রচেষ্টার ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, দুর্দশাগ্রস্ত গরুটি একটি গভীর, শুকনো খালের মধ্যে অসহায়ভাবে আটকে রয়েছে। এমন পরিস্থিতিতে বহু মানুষই হয়তো দাঁড়িয়ে ভিড় করতেন বা কেবল ভিডিও করতেন, কিন্তু ডানকান ম্যাকনট ঠিক তার উল্টোটা করলেন।

সাহসিকতার সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, “না, প্রাণীটি শুধু ভেতরে পড়ে গিয়েছে। আমরা ওকে উদ্ধার করব। চলো। ভারতের পবিত্র গরু এখানে আটকে পড়েছে। চিন্তা নেই বন্ধু, সব ঠিক হয়ে যাবে।”

উদ্ধার কাজ সহজ ছিল না। প্রথমে ম্যাকনটকে একাই বিশাল গরুটি তোলার চেষ্টা করতে দেখা যায়। কিন্তু প্রাণীটি এতটাই ভারী ছিল যে তাঁর একার পক্ষে তা সম্ভব হচ্ছিল না। এই সময় তিনি ভিডিওতে লিখে জানান, “আমার একার পক্ষে এটি সম্ভব ছিল না… এই কাজের জন্য দু’জন লোক লাগবে।”

তবে তিনি হাল ছাড়েননি। আরও একজন স্থানীয় ব্যক্তির সাহায্য নিয়ে শেষমেশ দু’জনে মিলে দীর্ঘ চেষ্টার পর নিরাপদে গরুটি নর্দমা থেকে টেনে তুলতে সক্ষম হন। উদ্ধারের পর গরুটির স্বস্তির অভিব্যক্তি ছিল দেখার মতো। অবশ্য এই মহৎ কাজের ফলস্বরূপ ডানকান নিজের আঙুলে সামান্য চোট পান, যা তিনি ক্যামেরায় দেখিয়ে মজার ছলে বলেন, “আমার আঙুলটা একটু ছড়ে গিয়েছে।”

প্রশংসার বন্যায় ভাসছেন ডানকান:
এই ক্লিপটি নিমেষের মধ্যে ভাইরাল হতেই কমেন্ট সেকশনে উপচে পড়ে সহানুভূতি আর প্রশংসার স্রোত। নেটিজেনরা এক বাক্যে এই অস্ট্রেলীয় ব্যক্তির সহানুভূতি এবং মানবিকতার প্রশংসা করেছেন।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, “কী অসাধারণ একটা মানবিক কাজ! আপনি আজ মানবতার উপর আমার বিশ্বাস ফিরিয়ে আনলেন।” আরেকজন লেখেন, “সবাই কিন্তু এভাবে দাঁড়িয়ে সাহায্য করে না, আপনাকে অনেক শ্রদ্ধা।” তৃতীয় একজন মন্তব্য করেন, “গরুটিকে দেখে মনে হচ্ছিল ও খুব স্বস্তি পেয়েছে, এই দৃশ্য হৃদয় ছুঁয়ে গেল।”

অনেকেই ম্যাকনটের জন্য ঈশ্বরের কাছে আশীর্বাদ কামনা করেছেন। একজন লেখেন, “আপনাদের দু’জনের উপর ভগবানের অনেক আশীর্বাদ হোক! এই সৎ কর্মের ফল নিশ্চিত পাবেন!” আরেকজন প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, “অবশেষে এমন এক জন ক্যামেরাম্যানকে দেখলাম যিনি শুধু ভিডিও না করে সাহায্যও করেন।”

এক হৃদয়স্পর্শী মন্তব্যে বলা হয়েছে, “পবিত্র হোক বা না হোক, তাতে কিছু আসে যায় না ভাই। আপনি একটি প্রাণীকে সাহায্য করেছেন যার সাহায্যের প্রয়োজন ছিল। ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন।” অন্য এক ব্যক্তি ডানকানকে অভিহিত করেছেন “সাধারণ পোশাকে আসল নায়ক” হিসেবে।

ডানকান ম্যাকনটের এই কাজ প্রমাণ করে দিল, সহানুভূতি ও মানবিকতা কোনো দেশ বা ভাষার গণ্ডিতে বাঁধা থাকে না।

Editor001
  • Editor001