পুজোয় ‘অপারেশন সিঁদুর’ উদ্বোধন করবেন অমিত শাহ, কালীঘাটে পুজো দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী!

দুর্গাপূজা উদ্বোধন করতে বৃহস্পতিবার রাতে কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতৃত্বের মুখে আগেই তাঁর সফরের খবর শোনা গিয়েছিল, তবে বারবার সূচিতে পরিবর্তন আসছিল। অবশেষে বৃহস্পতিবার রাতেই শহরে পা রাখলেন তিনি। শুক্রবার তিনি শহরের দুটি পুজোর উদ্বোধন করবেন এবং এর ফাঁকেই বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি জরুরি সাংগঠনিক বৈঠকে বসবেন।

প্রথমে কথা ছিল, অমিত শাহ শহরের তিনটি পুজো উদ্বোধন করবেন। তবে শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তন হয়েছে। দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজোয় তিনি যাচ্ছেন না। আজ সকালে তিনি প্রথমে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধন করবেন, যার উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এই পুজোর এবারের থিম ‘অপারেশন সিঁদুর’ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এরপর তিনি বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র (ইজেডসিসি)-তে ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ (যা রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেল হিসেবে পরিচিত) আয়োজিত পুজোর উদ্বোধনে যাবেন। এই পুজোর উদ্যোক্তা রুদ্রনীল ঘোষ এবং দীপ্তিমান বসুর মতো বিজেপি নেতারা। এর মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাট মন্দিরেও পুজো দিতে যাবেন বলে জানা গেছে।

পুজো উদ্বোধনের আগে অমিত শাহ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। বৃহস্পতিবার রাতে তিনি নিউটাউনের একটি হোটেলে রাত্রিবাস করেছেন এবং সেখানেই শুক্রবার সকালে এই সাংগঠনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও এই বৈঠক সম্পর্কে দলীয়ভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, তবে দলীয় সূত্রে খবর, সকাল ১০টায় ওই হোটেলে বৈঠকটি শুরু হতে পারে। এই বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং রাজ্যের সাংগঠনিক দুর্বলতা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Editor001
  • Editor001